অনুচ্ছেদ

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ (SSC HSC)

3.5/5 - (28 votes)

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি । Independence Day paragraph writing for class 6 7 8 9 10 SSC HSC

স্বাধীনতা দিবস অনুচ্ছেদ ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি । Independence Day paragraph writing


স্বাধীনতা দিবস অনুচ্ছেদ

দীর্ঘ প্রায় দুই শত বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা যখন স্বাধীন হই ঠিক তখনই আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ি। এ পরাধীনতা পশ্চিম পাকিস্তানিদের হাতে, যা প্রায় তেইশ বছর স্থায়ী ছিল। স্বাধীনতা দিবস বাঙালি জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। জাতি হিসাবে আমাদের অস্তিত্ব রক্ষা এবং আত্মনির্মাণের সংগ্রাম শুরু হয়েছিল এ দিনেই। আমাদের স্বাধীনতা দিবস তথা ২৬ মার্চ দিবসটি অতিগৌরবের। ১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। কিন্তু গণমানুষের রায়কে উপেক্ষা করে পাকিস্তানি সরকার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বহাল থাকার চেষ্টা করে। এদেশের মানুষ তা মেনে নিতে পারেনি। জাতির ভাগ্যাকাশে নেমে আসে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াবহতা। দেশব্যাপী হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযােগসহ নানা ধরনের বর্বরতা চালায় পাকিস্তানি শাসকবাহিনী। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘােঘণা করা হয়েছিল বলে ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদায় পালন করা হয়। আমাদের দেশের মানুষ যে উদ্যম, সাহস ও ত্যাগের মানসিকতা নিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতার ৫০ বছর পর আজ ভাবার সময় এসেছে আমরা কি আদৌ সে চেতনা লালন করছি? স্বাধীনতা দিবস আমাদের সংগ্রামী চেতনার বহিঃপ্রকাশ। আমরা যে কারাে কাছে মাথা নত করি না, মাথা নত করতে জানি না এবং অকুণ্ঠচিত্ত ২৬ মার্চ আমাদের সে কথাই স্মরণ করিয়ে দেয়। প্রতি বছর এ দিবসটি আসবে, প্রতিবারই আমরা একে তােপধ্বনি, সামরিক কুচকাওয়াজ, সভা-সমিতি, আলােচনা সভা, সাংস্কৃতিক পরিমণ্ডল ইত্যাদি দিয়ে বরণ করে নেব। আমাদের চেতনায়, আমাদের কর্মে ও প্রতিশ্রুতিতে স্বাধীনতাকে অর্থবহ করে তােলার প্রেরণা থাকতে হবে সর্বাগ্রে। মুক্তিযুদ্ধের চেতনাকে অমলিন করে রাখার মধ্য দিয়েই দিবসটির তাৎপর্য নিরূপণ করা সম্ভব।

আরও পড়তে পারোঃ আমাদের মুক্তিযুদ্ধবিজয় দিবস । মুক্তিযুদ্ধের চেতনা

আরও অনুচ্ছেদ পড়তে এখানে ক্লিক করো

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Paragraphs

Independence Day (Paragraph)

Rate this post

Independence Day (স্বাধীনতা দিবস) Paragraph writing

(a) Which day is our independence day and our biggest state festival?
(b) How is the day celebrated?
(c) How does the day begin?
(d) What is the history of the day?
(e) Who take part in observing the day?
(f) How does the country look then?

Independence Day

26 March, our Independence Day, is the biggest state festival. The day is celebrated every year in the country with great enthusiasm and fervour. It is a national holiday. All offices, educational institutions, shops and factories remain closed on this day. The day begins with 31 gunshots. Early in the morning the President and the Prime Minister on behalf of the nation place floral wreaths at the National Mausoleum at Savar. Then diplomats, political parties, social and cultural organisations, and freedom fighters pay homage to the martyrs. People from all walks of life also come there with rallies and processions. There are several cultural programmes throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. The country also witnesses a smartly dressed parade of defence forces, border guards, police, ansars and the VDP (Village Defence Party) at the National Parade Square near the National Parliament. In Bangabandhu National Stadium, school children, scouts and girl guides take part in various displays to entertain thousands of spectators. The educational institutions also organise their individual programmes. Sports meets and tournaments are also organised on the day including the exciting boat race in the Buriganga River. In the evening, all major public buildings are illuminated with colourful lights. Bangla Academy, Bangladesh Shilpakala Academy and other socio-cultural organisations hold cultural functions. Similar functions are also arranged in other places in the country.

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button