বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

ছিটমহল সম্পর্কিত সাধারণ জ্ঞান

Rate this post

ছিটমহল সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : ছিটমহল কি?
উত্তর : একটি স্বাধীন দেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী বা সীমান্তবর্তী অন্য কোনাে স্বাধীন দেশের বিচ্ছিন্নভাবে থেকে যাওয়া ভূখণ্ড

প্রশ্ন : স্ট্রিপম্যাপ কি?
উত্তর : কোনাে সীমান্ত এলাকার অর্ধ মাইল এলাকাজুড়ে তৈরি করা বিশদ তথ্যসংবলিত মানচিত্রকে ‘স্ট্রিপম্যাপ’ (সূক্ষ্ম রেখাভিত্তিক মানচিত্র) বলা হয়। এ মানচিত্রের স্কেল ১৬ ইঞ্চিতে এক মাইল।

প্রশ্ন : বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি কবে, কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৬ মে ১৯৭৪ নয়াদিল্লি, ভারত (India)।

প্রশ্ন : বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কে, কে স্বাক্ষর করেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের ইন্দিরা গান্ধী (Indira Gandhi)।

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদে স্থলসীমান্ত চুক্তি পাস হয় কবে?
উত্তর : ২৩ নভেম্বর ১৯৭৪।

প্রশ্ন :বাংলাদেশ সংবিধানের কততম সংশােধনীর মাধ্যমে ও স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
উত্তর : ৩য় সংশােধনী।

প্রশ্ন : ভারতীয় আইনসভায় স্থলসীমান্ত চুক্তি পাস হয় কবে?
উত্তর : রাজ্যসভায় ৬ মে ২০১৫ ও লােকসভায় ৭ মে ২০১৫।

প্রশ্ন : ভারতীয় সংবিধানের কততম সংশােধনীর মাধ্যমে স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
উত্তর : ১০০তম সংশােধনী। 

প্রশ্ন : বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি কার্যকর হয় কবে?
উত্তর : ৬ জুন ২০১৫। 

প্রশ্ন : বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় বা বিলুপ্ত হয় কবে?
উত্তর :১ আগস্ট ২০১৫ (৩১ জুলাই ২০১৫ মধ্য রাতে)। 

প্রশ্ন : বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে ছিটমহল ইস্যুতে বাংলাদেশ কতটি ছিটমহল লাভ করে এবং প্রাপ্ত ভূমির পরিমাণ কত?
উত্তর :১১১টি ছিটমহল, যার আয়তন ১৭,১৬০.৬৩ একর বা ৬৯.৪৪৭ বর্গকিমি বা ২৬.৮১৩ বর্গমাইল।

প্রশ্ন : বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে ছিটমহল ইস্যুতে ভারত কতটি ছিটমহল লাভ করে এবং প্রাপ্ত ভূমির পরিমাণ কত?
উত্তর :৫১টি ছিটমহল, যার আয়তন ৭,১১০.০২ একর বা ২৮.৭৭৩ বর্গকিমি বা ১১.১০৯ বর্গমাইল।

প্রশ্ন : বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে অপদখলীয় জমি ইস্যুতে বাংলাদেশ কি পরিমাণ জমি লাভ করে?
উত্তর : ২,২৬৭.৬৮২ একর বা ৯.১৮ বর্গকিমি বা ৩.৫৪ বর্গমাইল। 

প্রশ্ন : বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে অপদখলীয় জমি ইস্যুতে ভারত কি পরিমাণ জমি লাভ করে?
উত্তর : ২,৭৭৭.০৩৮ একর বা ১১.২৪ বর্গকিমি বা ৪.৩৪ বর্গমাইল।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button