শিক্ষা সফর অনুচ্ছেদ লিখন ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি
শিক্ষা সফর
বই পড়ে কোনাে একটি স্থান ও বিষয় সম্বন্ধে জ্ঞানার্জন সম্পূর্ণ হয় না বলেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ প্রতিবছর ছাত্রদের শিক্ষাসফরের ব্যবস্থা করেন। এর অন্যতম উদ্দেশ্য একাডেমিক প্রয়ােজন মেটানাে। কিন্তু শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এইজন্য যে, এটি ছাত্র-ছাত্রীদের মধ্যে সহমর্মিতা ও ভাবের আদান-প্রদান ঘটায়। ছাত্ররা জাতির মেরুদণ্ড, ছাত্রদের সুশিক্ষা দানের মধ্যে রয়েছে দেশ গড়ার কার্যকারিতা। আর হাতে-কলমে শিক্ষা গ্রহণই সুশিক্ষার অন্যতম পন্থা যা শিক্ষা। সফরের মাধ্যমে সম্ভব। শিক্ষা শুধু বইয়ের কয়েকটা পাতার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার আলো সর্বত্রই বিচরণ করে। আর শিক্ষা সফর সেই আলোকে ছড়িয়ে দেয় উন্মুক্ত আকাশে। শিক্ষা সফরের মূল আনন্দ হলো প্রকৃতির আবার সৌন্দর্য্যকে প্রাণ খুলে অবলোকন করা। কিছুটা সময় প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা এবং প্রকৃতির মাঝেই নিজেকে আবিষ্কার করা এ এক অদ্ভুত অনুভূতি। ভ্রমণের আনন্দ একে অন্যের সাথে ভাগাভাগি করার মাধ্যমে সেই অনুভূতি হয়ে উঠে আনন্দের মহাসমুদ্র।
শুধু যে আনন্দই শিক্ষা সফরের উদ্দেশ্য তা কিন্তু নয়। শিক্ষা সফরের মাধ্যমে একজন শিক্ষার্থী অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারে। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থী অনেক স্থান এবং ওই স্থানের জীবন যাপনের ধরণ এবং বিভিন্ন ধরণের সংস্কৃতির সম্পর্কে জানতে পারে। তাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায়। শরীর এবং মননের বিকাশ ঘটে। পড়াশুনার একঘেমেয়ি দূর হয়। মন প্রফুল্ল থাকে যা পরবর্তীতে শিক্ষার্থীকে পূনরায় পড়াশুনায় উজ্জীবিত করে। সুতরাং শিক্ষা সফরের গুরুত্ব অত্যধিক ও অপরিসীম।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

I am so helful for this site..thank you so much
ধন্যবাদ
thanks bro
Rimon vai onek onek thanku
অনেক সাইট থেকে এই সাইটের লিখাটা বেস্ট
সাইটা অনেক ভাল লাগে। খুব সুন্দর।
best bro
This is one of the best sites. Thanks a lot bro for helping all the students of class 8
Thanks
Thanks vaia
What is your school name???
ভাইয়া,এসাইনমেন্টে তো শিক্ষা সফরের ধারাবাহিক বর্ণনা লিখতে বলছে….নাকি শুধু এরকম লিখে দিলে হবে??
You need to write what is wanted. If you write this, it won't help you hehe.
এটা অনুচ্ছেদ হয়নি, প্রবন্ধ হয়ে গেছে। অনুচ্ছেদ এক প্যারায় লিখতে হয়।
তোমাদের নির্দেশনায় বলা হয়েছে ধারাবাহিকভাবে লিখতে। যদিও অনুচ্ছেদ এক প্যারাতেই লিখতে হয়। কিন্তু তোমাদের নির্দেশনায় এটাকে অনুচ্ছেদ ভাবাটা ভুল হবে। তুমি চাইলে প্যারা প্যারা করে লিখতে পারো। আবার পয়েন্ট আকারেও লিখতে পারো। তবে আমি প্যারা প্যারা করে লিখাটাকে ভালো মনে করি।
আমি এখানে শিক্ষা সফর অনুচ্ছেদ হিসেবে লিখেছি। কিন্তু তা তোমাদের Assingment এর সাথে পুরুপুরিভাবে যথার্থ না। হ্যাঁ, কিছু ধারনা পেতে পারো
এটা অনুচ্ছেদ। তোমাদের Assignment এর জন্য দেই নাই।
ওয়েবে কিছু ব্যাপার থাকে যার জন্য ছোট অনুচ্ছেদ আমরা প্যারা প্যারা করে দেই। কিন্তু তোমরা এক প্যারাতেই লিখবে।
ধন্যবাদ
Sir assignment a to deoa ase তুমি শিক্ষাসফরে কোন বিশেষ স্থানে গিয়েছো সেখানে কি ধরনের অভিজ্ঞতা অর্জন করেছ তার বর্ণনা কর
To ami ki apni jaita disen oita likte parbo
What will you do with my school name
thank u