সত্যবাদিতা
বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণিঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১
সত্য বলতে কোনাে কিছুর যথাযথ প্রকাশ বােঝায়। আর সত্যবাদিতা অর্থ আরও ব্যাপক। শুধু মিথ্যা না বলা বােঝাতে সত্যবাদিতা বােঝায় না। সত্যকে অবলম্বন করে যেসব বৈশিষ্ট্য বিকশিত হয় তার নাম সত্যবাদিতা। সত্যবাদিতার শর্ত হল কোনাে কিছু গােপন না করা, মিথ্যার আশ্রয় না নেওয়া, ন্যায়নীতি অবলম্বন করা, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া ইত্যাদি। সহজভাবে, সংক্ষেপে বলা যায় কোনাে কিছু গােপন না করে অকপটভাবে প্রকাশ করার বৈশিষ্ট্যের নামই সত্যবাদিতা। সত্যবাদিতা মানবজীবনের একটি শ্রেষ্ঠ গুণ। যে-সব গুণ জীবনকে সার্থক ও বিশিষ্ট করে তােলে তার মধ্যে সত্যবাদিতার স্থান সবার ওপরে। সত্যের অনুসরণে জীবন সুন্দর হয়। সত্যকে অবলম্বন করলে জীবনে সাফল্য অনিবার্য।
সত্যবাদী লােক সমাজে সম্মান ও মর্যাদার আসন পান। সবাই তাকে বিশ্বাস করে। প্রত্যেক ধর্মই সত্যকে গ্রহণ ও মিথ্যাকে বর্জন করার আদেশ দিয়েছে। বলা হয়েছে, সকল পাপের উৎস হল মিথ্যা। কেননা মিথ্যা থেকেই শুরু হয় প্রতারণা, জালিয়াতি, নানাবিধ কুকর্ম। তাই মিথ্যা বলা মহাপাপ। আর সত্যবাদিতা মানুষের শ্রেষ্ঠ গুণ। সত্যের চেয়ে বড় গুণ আর দ্বিতীয়টি নেই। এই মহাবিশ্ব চিরসত্যের ওপর দণ্ডায়মান। সত্য ও বিশ্বাসের মধ্য দিয়ে মানুষ তার নিজেকে আবিষ্কার করে বা চিনতে পারে। সে তার মনুষ্যত্বকে অর্জন করে। তাই মানুষের আজন্ম সাধনা হলাে সত্যের সাধনা। সত্যবাদিতার গুণ অর্জনের মধ্য দিয়ে চলে সত্যের সাধনা। মিথ্যা ও অসত্যকে বিতাড়িত করে সত্য চিরদিন মাথা উঁচু করে থাকে বলে এর মূল্য যুগে স্বীকৃত হয়ে এসেছে। সত্যবাদীকে সবাই বিশ্বাস করে। সমাজে তাকে সবাই শ্রদ্ধার চোখে দেখে এবং ভালােবাসে। অপরদিকে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সমাজে তাকে সবাই ঘৃণার চোখে দেখে। সমাজে সত্যের জয় এবং মিথ্যার পরাজয় নিশ্চিত।
সত্যের পথ আলাের পথ। সত্যের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে মানবসমাজ। সততা দিয়ে শত্রুর মনও জয় করা যায়। আমৃত্যু সত্যের সাধক শেষ নবী হযরত মুহম্মদ (স.) তার উজ্জ্বল উদাহরণ। সত্যের মধ্য দিয়েই তিনি তার পরম শত্রর মনও জয় করতে পেরেছিলেন। শত্রু-মিত্র সবাই তাকে বিশ্বাস করে ‘আল আমিন’ বা ‘বিশ্বাসী’ বলে ভূষিত করেছিল। তাঁর কথায় ও কাজে আস্থা এনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তাই ধর্মবােধসম্পন্ন আদর্শ জীবনযাপনের জন্য সততা ও সত্যবাদিতা অপরিহার্য। জীবনকে অবশ্যই সত্যবাদিতার মাধুর্যে মণ্ডিত। করতে হবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

ditio lina banan sobdo bul asa keno