অতি দীন ও অশক্ত লােকেরাই দৈবের দোহাই দিয়ে থাকে
বিষয়ঃ ভাবসম্প্রসারণ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSC HSC JSC
মূলভাব
মানসিকভাবে দুর্বল লােকেরা অন্যের ওপর নির্ভরশীল থাকে। নিজেদের অক্ষমতাকে আড়াল করার জন্যে তারা ভাগ্যের দোহাই দেয়।
সম্প্রসারিত ভাব
হতদরিদ্র ও শক্তিহীন মানুষেরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। নিজের ওপর বিশ্বাস থাকে না বলে এরা কোনাে কাজকর্মই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে করতে পারে না। নিজেদের অক্ষমতার জন্যে ভাগ্যকে দায়ী করে থাকে। তারা আত্মবিশ্বাস হারিয়ে তাদের দুর্গতির জন্যে দৈবশক্তিকে দোষারােপ করতে থাকে এবং নিজের ত্রুটিগুলাে আড়াল করার চেষ্টা করে। শক্তিহীন লােক ভাবে যে, ভাগ্যে নেই বলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না।
তেমনই দরিদ্র লােকও ভাবে যে, তার দারিদ্র্য দৈবশক্তি কর্তৃক নির্ধারিত। দৈবের ওপর দীন ও অশক্ত লােকেরা নিজেদের অক্ষমতা চাপিয়ে দিয়ে মূলত নিজেরা তাদের জীবন থেকে পালিয়ে বেড়ায়। তারা অর্থহীন জীবনের গ্লানি বয়ে বেড়ায়। পৃথিবীতে এসব লােকের কোনাে মূল্য নেই। তারা পৃথিবীতে আপদ হিসেবেই বিবেচিত হয়। নিজের কর্মফল দিয়ে নিজের জীবনগড়ার দৃঢ় প্রত্যয় না থাকায় দীন ও অশক্ত লােকেরা তাদের পশ্চাৎপদতার জন্যে দৈবের দোহাই দিয়ে থাকে। অন্যদিকে শক্তিমানেরা নিজের আত্মবিশ্বাস আর শক্তিমত্তার ওপর নির্ভর করে জীবনকে সুন্দর করে গড়ে তােলে।
মতব্য
আত্মবিশ্বাসী মানুষ কখনাে ভাগ্য বা দৈবের দোহাই দেয় না সে নিজের ভাগ্য নিজে গড়ে নেয় যথার্থভাবে। ব্যর্থতার জন্যে কখনাে কখনাে অনুশােচনায় ভােগে মাত্র।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
