বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

বাংলাদেশের ভৌগােলিক অবস্থান বিষয়ক সাধারণ জ্ঞান

Rate this post

 বাংলাদেশের ভৌগােলিক অবস্থান বিষয়ক সাধারণ জ্ঞান


প্রশ্ন : বাংলাদেশের ভৌগােলিক অবস্থান কি? 

উত্তর : ২০°৩৪ থেকে ২৬°৩৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১ থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশ। পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০ কিমি এবং উত্তরউত্তর পশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিমি।

প্রশ্ন : বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের উপজেলা কোনটি?
উত্তর : জকিগঞ্জ (সিলেট)। 

প্রশ্ন : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণের উপজেলা কোনটি?
উত্তর : টেকনাফ (কক্সবাজার)।

প্রশ্ন : আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? 
উত্তর : ১৮০° দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণভাবে
জলভাগের উপর দিয়ে উত্তর-দক্ষিণে প্রসারিত কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে।
প্রশ্ন :কবে, কোন সম্মেলনে ১৮০° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয়? 
উত্তর : ১৮৮৪ সালে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত সম্মেলনে।
প্রশ্ন : ট্রপিক অব ক্যানসার কি?
উত্তর : ২৩.৫° উত্তর অক্ষাংশ।
প্রশ্ন : বাংলাদেশের কোন কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? 
উত্তর : চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি। 
প্রশ্ন : বাংলাদেশের ওপর দিয়ে যে গুরুত্বপূর্ণ ভৌগােলিক রেখা অতিক্রম করেছে, তার নাম কি? 
উত্তর : কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার এবং এ ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।

প্রশ্ন : বাংলাদেশের কোন কোন জেলার ওপর দিয়ে ৯০° দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে? 
উত্তর : শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, গােপালগঞ্জ, বরিশাল, পিরােজপুর ও বরগুনা।

প্রশ্ন : বাংলাদেশ কোন ভৌগােলিক অঞ্চলের অন্তর্গত?
উত্তর : ওরিয়েন্টাল।

প্রশ্ন : ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?
উত্তর : চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।

প্রশ্ন : বাংলাদেশের কোন জেলা কর্কটক্রান্তি রেখা ও  ৯০° দ্রাঘিমাংশের ছেদবিন্দুতে অবস্থিত?
উত্তর : ফরিদপুর।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button