ফেরিওয়ালা
বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণিঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১
মানবসমাজে কত ধরনের পেশার মানুষ রয়েছে তার ইয়ত্তা নেই। মানুষের নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদি যারা সম্ভাব্য ক্রেতাদরে বাড়ি বাড়ি নিয়ে গিয়ে বিক্রি করে তাদেরকেই বলা হয় ফেরিওয়ালা। ফেরিওয়ালারা মূলত চলমান দোকান হিসাবে কাজ করে। এরা কখনাে বহু পণ্যের ডিপার্টমেন্টাল স্টোর, কখনাে আবার একক পণ্যের সােল এজেন্ট। এরা বিভিন্ন স্থান থেকে নিত্যপ্রয়ােজনীয় পণ্যসামগ্রী সংগ্রহ করে শহরের ও গ্রামের পথে পথে আকর্ষণীয় স্বরে কিংবা বাঁশি, ঘণ্টা, হুইসল বাজিয়ে নিজেদের আগমনের, জানান দেয়। একই এলাকায় একই ফেরিওয়ালারা বারবার আগমন করতে করতে সংশ্লিষ্ট এলাকায় অতি পরিচিত ও প্রিয়জন হয়ে উঠে। ফেরিওয়ালারা সাধারণত ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী। গ্রাম্য মহাজন কিংবা কোনাে বেসরকারি সংস্থা থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে তারা তাদের ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করে।
সারাদিন বেচা কেনা করে লভ্যাংশ বাবদ যা পায় তা থেকে মহাজন। কিংবা এনজিও’র কিস্তি পরিশােধ করে যা থাকে তা অতীব নগণ্য। তা দিয়েই তাদের মহল্লায় থাকে তখন তাদের মুখে হাসি লেগেই থাকে। আধুনিক কর্মময় জীবনে ফেরিওয়ালা নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদি ঘরে পৌছে দিয়ে মানুষের অশেষ উপকার করে থাকে। তবে উপকারের পাশাপাশি ফেরিওয়ালাদের কিছু অপকারের কথাও অস্বীকার করা যায় না। এরা কথার মারপ্যাচে অনেক সময় নিম্নমানের পণ্য সরবরাহ করে থাকে। তবে অপকারের তুলনায় উপকারই বেশি করে তাই এদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
