ইংরেজি প্রবাদ বাক্য

অর্থসহ ইংরেজি প্রবাদ বাক্য (পর্ব ৮) | English & Bengali Proverbs

অর্থসহ ইংরেজি প্রবাদ বাক্য (পর্ব ৮) | English & Bengali Proverbs

১. শাক দিয়ে মাছ ঢাকা। – To hide in a superficial way.
২. নিজের ফাঁদে নিজেই জড়িয়ে পড়া। – To hoist with one’s own petard.
৩. পেটের কথা পেটে রাখা। – To keep counsel.
৪. এক ঢিলে দুই পাখি মারা। – To kill two birds with one stone.
৫. কত ধানে কত চাল জানা। – To know how many beans, make five.
৬. হীন অবস্থাতে দিন কাটানো। – To lead the life of a dog.
৭. গাছে তুলে মই কেড়ে নেয়া। – To leave one in the lurch.
৮. চোর পালালে বুদ্ধি বাড়ে। – To lock the stable door when the steed is stolen.
৯. পরের মাথায় কাঁটাল ভাঙা। – To make a cat’s paw of a person.
১০. মাছের (কৈয়ের) তেলে মাছ (কৈ) ভাজা। – To gain without spending.
১১. মহাজন যে-পথে করেছে গমন। – To follow in the footsteps of the wise.
১২. গোলে হরিবোল দেয়া। – To fish in troubled water.
১৩. সুখে থাকতে ভূতে কিলায়। – To feel ill at ease.
১৪. আপন কোলে ঝোল টানা। – To feather one’s nest.
১৫. একুল-ওকুল দুকুল গেল। – To fall between two stools.
১৬. কড়ায় কণ্ডায় আদায় করা। – To exact to the last penny.
১৭. খাই দাই ডুগডুগি বাজাই। – To enjoy a life of ease.
১৮. দু্ঃখের ভাত সুখ করে খাওয়া। – To eat happily one’s bread of labor.
১৯. তেলা মাথায় তেল দেওয়া। – To carry coal to Newcastle.
২০. উলুবনে মুক্তা ছড়ানো। – To cast pearls before swine.


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Google News

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button