ইংরেজি প্রবাদ বাক্যপ্রবাদ বাক্য

অর্থসহ ইংরেজি প্রবাদ বাক্য (পর্ব ৬) | English & Bengali Proverbs

অর্থসহ ইংরেজি প্রবাদ বাক্য (পর্ব ৬)

১। সত্যের কোন রূপান্তর নেই, আজও যা কালও তা। – Truth has no color.
২। কল্পকথার চেয়ে বাস্তব অধিকতর বিস্ময়কর – Truth is stranger than fiction.
৩। মৃত্যুপথযাত্রীর কথা সত্য হয় – Truth sits upon the lips of dying men.
৪। সত্য কখনো চাপা থাকে না – Truth will out.
৫। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ – Two heads are better than one.
৬। দুইজনে বন্ধুত্ব হয়, তিনজনে হয় কলহ – Two is company, three is none.
৭। যে শিরে মুকুট থাকে সে শির স্বস্তিতে থাকে না – Uneasy lies the head that wears a crown.
৮। একতায় উত্থান, বিভেদে পতন – United we stand, divided we fail.
৯। ঘোড়া দেখে খোঁড়া হওয়া – Unwilling to work when there is somebody to help.
১০। জীবনের স্বাদ বৈচিত্র্যে – Variety is the spice of life.
১১। অতি চালাকের গলায় দড়ি – Too much cunning overreaches itself.
১২। অতি ভক্তি চোরের লক্ষণ – Too much courtesy, too much or full of craft.
১৩। অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট – Too many cooks spoil the broth.
১৪। গোড়া কেটে আগায় জল দেওয়া – To water the top of a plant after laying the axe to its root.
১৫। দিনকে রাত করা – To utter a downright false-hood.
১৬। শাক দিয়ে মাছ ঢাকা – To try to hush something up, when it already is known to many.
১৭। সাত-পাঁচ ভাবা – To think twice.
১৮। আপনি ভাল তো জগৎ ভাল – To the pure all things are pure.
১৯। ঝিকে মেরে বৌকে শেখানো – To teach the guilty a lesson by railing at the innocent.
২০। মশা মারতে কামান লাগে – To take a hammer to spread a plaster.


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Google News

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button