ভাবসম্প্রসারণ
ভাবসম্প্রসারণঃ বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু
বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু
বিষয়ঃ ভাবসম্প্রসারণ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSC HSC JSC
মূলভাব
বিদ্যা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। বিদ্যাহীন জীবন অন্ধের সমান, আর জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা অর্থহীন ও পঙ্গু।
সম্প্রসারিত ভাব
মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই যথার্থ মানুষ হওয়া যায় না। তাকে কঠোর সাধনা করে বিদ্যা অর্জন করতে হয়। বিদ্যা মানবজীবনের অজ্ঞানতা, কুসংস্কার ও অন্ধকার দূর করে জীবনকে করে তােলে মহীয়ান ও সুষমামণ্ডিত। বিদ্যার উদ্দেশ্য মানুষের চিন্তাচেতনাকে পরিচালিত করা, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করা। বিদ্যা জীবনমুখী হওয়া আবশ্যক, জীবন বিবর্জিত নয়। বিদ্যা যদি জীবনমুখী হয় তাহলে তা জীবনকে আলােকিত করতে পারে না, বরং জীবনকে তা অন্ধকারে নিমজ্জিত করে।
স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি, বিদ্যার সঙ্গে যে জীবনের কোনাে সম্পর্ক নেই সে জীবন আলােকবতি অথবা অন্ধ! অন্যদিকে যে বিদ্যা জীবনের সাথে সম্পর্কহীন, যা জীবনকে সামনে চালিত করতে পারে না, সে বিদ্যা চলার গতি হারিয়ে স্থবির হয়ে যায়। জীবনকে উজ্জীবিত করতে বিদ্যার সংশ্লিষ্টতা তাই অপরিহার্য। বিদ্যার সাহচর্যেই মানবজীবন হয় মােহমুক্ত, সতেজ ও আনন্দপূর্ণ। মানবজীবনকে সুন্দর, সতেজ ও সাবলীল করে গড়ে তুলতে হলে বিদ্যাকে অবশ্যই জীবনধর্মী হতে হবে। জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা কখনাে ফলপ্রসূ হয় না। তাই শিক্ষাকে জীবনমুখী করতে হবে। যে শিক্ষার সঙ্গে জীবনের কোনাে যােগ নেই, সে শিক্ষা অর্থহীন। জীবনকে গতিময়, বাস্তব ও কর্মমুখী করতে হলে যেমন বিদ্যার্জন অত্যাবশ্যক, তেমনই অর্জিত-বিদ্যাও হতে হবে জীবনের সাথে সম্পৃক্ত।
মন্তব্য
বিদ্যার সাহায্যে জীবনকে সার্থক করে তােলা যায়। বিদ্যাহীন জীবন প্রকৃতপক্ষে অন্ধ। তাই বিদ্যা বা শিক্ষার সঙ্গে চাই জীবনের নিবিড় সম্পর্ক। আর এ শিক্ষাই প্রকৃত শিক্ষা।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Nice…