প্রবাদ - প্রবচন (ড ঢ ত দ ধ ন), বাংলা প্রবাদ প্রবচন, bangla probad probochon
what's hot
প্রবাদ - প্রবচন (ড ঢ ত দ ধ ন)
ড
ডুবে ডুবে জল খাওয়া - গোপনে কার্যসিদ্ধি করা।
ডাইনে আনতে বামে ফুরায় - আয় থেকে ব্যয় বেশি।
ডোবা দেখলে ব্যাঙ লাফায় - আকাঙ্খার বস্তু দেখলেই মন আন্দোলিত হয়।
ঢ
ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয় - অপরের ক্ষতি চাইলে নিজেরও ক্ষতি হয়।
ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার - অযোগ্য লোকের আড়ম্বর।
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে - অভ্যাস কখনো বদলায় না।
ঢাকের বাদ্য থামলে মিষ্টি - যা অসহ্য তা থামলেই ভালো।
ত
তেলা মাথায় তেল দেয়া - যার আছে তাঁকে আরও দেয়া।
তুলোধুনো হওয়া - ছিন্ন বিচ্ছিন্ন হাওয়া।
তালপাতার সেপাই - শক্তিহীন লোক।
তেলে বেগুনে জ্বলা - অতিরিক্ত উত্তেজিত হওয়া।
তীরে এসে তরী ডোবা - শেষ পর্যায়ে কাজ পন্ড হওয়া।
দ
দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো - ক্ষতিকর কোনোকিছু না থাকাই ভালো।
দুধ কলা দিয়ে কাল সাপ পোষা - আদর যত্ন করে শত্রুকে প্রতিপালন করা।
দশচক্রে ভগবান ভুত - অনেক চেষ্টায় সত্যকে মিথ্যা বানানো।
দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ - একতাবদ্ধ হয়ে কাজ করলে পরাজয়ে লজ্জা থাকে না।
দুধের স্বাদ ঘোলে মেটানো - প্রয়োজনে খারাপ জিনিসের ব্যবহার করা।
দশের লাঠি একের বোঝা - অনেকের কাজ একজনে করা কষ্টকর।
দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা - যথা সময়ে সুযোগের সদ্ব্যবহার না করা।
দশ দিন চোরের একদিন সাধুর - কুকর্মের ফল একদিন অনিবার্য ফলে।
ধ
ধান ভানতে শিবের গীত - অপ্রাসঙ্গিক কাজ করা।
ধেনো হাটে ওল নামানো - না বুঝে অকাজ করা।
ধরাকে সরা জ্ঞান করা - সবকিছুতেই তুচ্ছ ভাব।
ধর্মের কল বাতাসে নড়ে - কোনো অন্যায় গোপন থাকে না।
ধরি মাছ না ছুঁই পানি - কৌশলে কাজ হাসিল করা।
ধারে না কাটলে ভারে কাটে - কোনো না কোনো উপায়ে কার্যসিদ্ধি।
ন
নাচতে না জানলে ওঠান বাঁকা – নিজের ব্যর্থতা অপরের ঘাড়ে চাপানাে।
নাই মামার চেয়ে কানা মামা ভালাে - কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালাে।
নিজের পায়ে কুড়াল মারা – নিজের ক্ষতি নিজেই করা।
নুন খাই যার গুণ গাই তার – উপকারীর উপকার করা।
নেড়া দু'বার বেল তলায় যায় না - একবার ঠকে সতর্ক হওয়া।
নাকে তেল দিয়ে ঘুমানাে - অলসভাবে সময় কাটানাে।
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ - অন্যের ক্ষতিসাধনের উদ্দেশ্যে নিজের ক্ষতি করা।
নদীর একূল ভাঙ্গে ওকূল গড়ে – ভালাে-মন্দ পর্যায়ক্রমে আসে।
নানা মুনির নানা মত – বিভিন্ন লােকের বিভিন্ন মত।
নাচতে দাঁড়িয়ে ঘােমটা দেওয়া - কোনাে কাজ করতে শুরু করে লজ্জাবােধ করা।
নগর পুড়িলে কি দেবালয় এড়ায়? - বিপদে সবার ক্ষতি।
মন্তব্যগুলো দেখান