আমার প্রিয় শিক্ষক
বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণিঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১
মানবজীবন খুবই সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত জীবনে চলার পথে নানা মানুষের সংস্পর্শে আসতে হয়। মানুষের সংস্পর্শেই মানুষ অনেক কিছু শেখে। অসংখ্য মানুষের ভেতর থেকে যিনি আমাকে সবেচেয়ে বেশি শিখিয়েছেন তিনি হচ্ছেন আমার প্রিয় শিক্ষক – বুলবুল চৌধুরী। তিনি তােলারাম উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক। তাঁর পাঠদান আমাদের মনের মাঝে গেঁথে যেত। অন্যান্য শিক্ষকদের চেয়ে তার পাঠদানের কৌশল ছিল ভিন্ন এবং আকর্ষণীয়। গল্পের ভঙ্গিতে তাঁর পড়ানাের ভঙ্গিটা ক্রমে ক্রমে আমার মনটাকে জয় করে নিত। তাই তিনি হয়ে উঠলেন আমার সবচেয়ে প্রিয় শিক্ষক। তার আদর্শ চরিত্র, কথা বলার ভঙ্গি, শিক্ষাদান পদ্ধতি এবং হৃদয়ের উষ্ণতা আমাকে দারুণভাবে মুগ্ধ করতাে। বুলবুল চৌধুরী ছিলেন মহান ব্যক্তিত্বের অধিকারী। সাধারণ মানুষের মাঝে শিক্ষাদানের মাধ্যমে সত্যিকারের মানুষ হিসাবে সচেতন করে তােলাই ছিল তার একমাত্র ব্রত। তিনি ছিলেন একজন সৎ ও পরিশ্রমীলােক।
ছাত্র-ছাত্রীদের কোনাে সমস্যায়ই তিনি বিরক্তবােধ না করে বরং যত্নসহকারে জটিল বিষয়সমূহ বুঝিয়ে দিতেন। বুলবুল চৌধুরী শুধু একজন আদর্শ শিক্ষকই নন, তিনি একজন সাহিত্যিকও। তাঁর শিক্ষাদান পদ্ধতি ছিল বিজ্ঞানসম্মত। বুলবুল চৌধুরী আমার একজন অকৃত্রিম বন্ধু, উপদেষ্টা ও আমার জীবন গড়ার কারিগর। তিনি নিজের ব্যক্তিত্বকে বিন্দু পরিমাণ ক্ষুন্ন করেননি। সত্য, সুন্দর ও মঙ্গলের প্রকাশ ঘটে তাঁর চরিত্রে। প্রজন্মের পর প্রজন্মকে যিনি আলাের সন্ধান দিচ্ছেন তার সামনে অন্ধকার মাথা নত করবেই। বুলবুল স্যার আমার শিক্ষাজীবনের অপরিসীম প্রেরণার উৎস।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

sundhor
আপনাকে ধন্যবাদ।