এসিড সন্ত্রাস অনুচ্ছেদ শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১/শান্তিময় এ পৃথিবীতে (Earth) কতই না অশান্তি বিরাজমান। তার মধ্যে একটি হচ্ছে এসিড সন্ত্রাস।
what's hot
এসিড সন্ত্রাস
বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১
শান্তিময় এ পৃথিবীতে (Earth) কতই না অশান্তি বিরাজমান। তার মধ্যে একটি হচ্ছে এসিড সন্ত্রাস। নৈতিকতা অবক্ষয়ের ফলে সমাজ জীবনে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে যে অপরাধটি বিশ্ব বিবেককে নাড়া দিয়ে চলেছে তার নাম এসিড সন্ত্রাস। এসিড সন্ত্রাসের শিকার হয়ে অনেক মানুষের বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া অনেক কিশােরীর জীবনের স্বপ্নসাধ ধূলিসাৎ হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে অনেক বখাটে এসিড নিক্ষেপ করে ঝলসে দিচ্ছে তরুণীর মুখ। কোনাে কোনাে ক্ষেত্রে জমিজমা সংক্রান্ত বিরােধ কিংবা ব্যক্তিগত প্রতিহিংসা থেকেও এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। আর এর জন্য দায়ী এসিডের সহজলভ্যতা।
বখাটেরা স্থানীয়ভাবে কম খরচে এসিড সংগ্রহ করতে পারে। ব্যবহারে জটিলতা নেই, প্রতিক্রিয়াও মারাত্মক। তাই প্রতিহিংসা মেটানাের কার্যকর হাতিয়ার হিসাবে দুবৃত্তরা এসিডকেই বেছে নেয়। এসিড নিক্ষেপকারী শনাক্ত করার জটিলতা, আইনের ফাঁক-ফোকর ইত্যাদি বিভিন্ন কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যায়। ফলশ্রুতিতে এসিড সন্ত্রাসের ব্যাপকতা দিনদিন বেড়েই চলেছে। তবে আশার কথা এই যে, সম্প্রতি বাংলাদেশ সরকার (Government of Bangladesh) এসিড সন্ত্রাস দমন আইন ২০১২ পাশ করেছে। উক্ত আইনে এসিড নিক্ষেপজনিত অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান করা হয়েছে। গঠন করেছে এসিড সন্ত্রাসের জন্য পৃথক আদালত। গ্রহণ করা হয়েছে এসিড সন্ত্রাস রােধ ও এসিড সন্ত্রাসের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও যথাযথ চিকিৎসার কার্যকর পদক্ষেপ। গড়ে উঠেছে সামাজিক আন্দোলন। ফলে উন্নয়ন এবং ব্যাপক সামাজিক সচেতনতা আবশ্যক।
বখাটেরা স্থানীয়ভাবে কম খরচে এসিড সংগ্রহ করতে পারে। ব্যবহারে জটিলতা নেই, প্রতিক্রিয়াও মারাত্মক। তাই প্রতিহিংসা মেটানাের কার্যকর হাতিয়ার হিসাবে দুবৃত্তরা এসিডকেই বেছে নেয়। এসিড নিক্ষেপকারী শনাক্ত করার জটিলতা, আইনের ফাঁক-ফোকর ইত্যাদি বিভিন্ন কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যায়। ফলশ্রুতিতে এসিড সন্ত্রাসের ব্যাপকতা দিনদিন বেড়েই চলেছে। তবে আশার কথা এই যে, সম্প্রতি বাংলাদেশ সরকার (Government of Bangladesh) এসিড সন্ত্রাস দমন আইন ২০১২ পাশ করেছে। উক্ত আইনে এসিড নিক্ষেপজনিত অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান করা হয়েছে। গঠন করেছে এসিড সন্ত্রাসের জন্য পৃথক আদালত। গ্রহণ করা হয়েছে এসিড সন্ত্রাস রােধ ও এসিড সন্ত্রাসের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও যথাযথ চিকিৎসার কার্যকর পদক্ষেপ। গড়ে উঠেছে সামাজিক আন্দোলন। ফলে উন্নয়ন এবং ব্যাপক সামাজিক সচেতনতা আবশ্যক।
মন্তব্যগুলো দেখান