সূরা যিলযাল (Surah Al-Zalzalah) মুসলিমদের (Muslims) পবিত্র কুরআন শরীফের ৯৯ তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা ৮ টি। সূরাটি মদিনায় (Medina) অবতীর্ণ হয়। সুরাটিতে পরকালের জীবনের সূত্রপাত অর্থাৎ কিয়ামতের কথা বলা হয়েছে। কিভাবে পৃথিবীকে ধ্বংস করা হবে তা এই সূরাটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পরকালের হিসাবের কথা বলা হয়ছে। এবং সেইদিন মানুষের সরিষা পরিমান আমলকেও হিসাবের পাল্লায় তোলা হবে।
← পূর্ববর্তী সূরা বাইয়্যিনাহ পরবর্তী সূরা → সূরা আল-আদিয়াত
← পূর্ববর্তী সূরা বাইয়্যিনাহ পরবর্তী সূরা → সূরা আল-আদিয়াত
সূরা যিলযাল অর্থসহ বাংলা উচ্চারণ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
(1
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
অর্থঃ যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
উচ্চারণঃ ইযা-ঝুলঝিলাতিল আরদুঝিলঝা-লাহা-।
(2
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
অর্থঃ যখন সে তার বোঝা বের করে দেবে।
উচ্চারণঃ ওয়া আখরাজাতিল আরদুআছকা-লাহা-।
(3
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
অর্থঃ এবং মানুষ বলবে, এর কি হল ?
উচ্চারণঃ ওয়া কা-লাল ইনছা-নুমা-লাহা-।
(4
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
অর্থঃ সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
উচ্চারণঃ ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবা-রাহা-।
(5
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا
অর্থঃ কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
উচ্চারণঃ বিআন্না রাব্বাকা আওহা-লাহা-।
(6
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
অর্থঃ সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
উচ্চারণঃ ইয়াওমাইযিইঁ ইয়াসদুরুন্না-ছুআশতা-তাল লিউউরাও আ‘মা-লাহুম।
(7
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
অর্থঃ অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
উচ্চারণঃ ফামাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন খাইরাইঁ ইয়ারাহ।
(8
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
অর্থঃ এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
উচ্চারণঃ ওয়া মাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন শাররাইঁ ইয়ারাহ।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

assalamu alaikum brither. sura jiljal er 4 ayat ekta bul ase doya kore oi ayat ta edit korle upokrito hobo.