স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
বিষয়ঃ ভাবসম্প্রসারন
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSC HSC JSC
মূলভাব
পৃথিবীতে কেউই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে বাঁচতে চায় না। সবাই স্বাধীনতার সুখ ভােগ করতে চায়। স্বাধীনতা অর্জন করা হয়তাে সহজ, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন।
সম্প্রসারিত ভাব
পরাধীন হয়ে কোনাে মানুষ বেঁচে থাকতে চায় না। তাই মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, যুদ্ধ করে। অনেক অমূল্য জীবন বিসর্জন দিয়ে এবং রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমেই কেবল স্বাধীনতা অর্জিত হতে পারে। স্বাধীনতা অর্জিত হলেই সংগ্রাম শেষ হয়ে যায় না। তখন বিজয়ী জাতির সামনে আসে স্বাধীনতা রক্ষার সংগ্রাম। সে সংগ্রাম আরও বেশি কঠিন।
স্বাধীনতা যুদ্ধের (Bangladesh Liberation War) সময় শত্রু চিহ্নিত থাকে, তাই তাদের বিরুদ্ধে সংগ্রাম করাও সহজ, কিন্তু স্বাধীনতার পর প্রকৃত শত্রুদের চেনা যায় না। তাই তাদের দমন করা খুব দুরূহ হয়ে পড়ে। স্বাধীন দেশের ভেতরের শত্রু আর বাইরের শত্রু একত্রিত হয়ে যেকোনাে সময় স্বাধীনতা নস্যাৎ করে দিতে পারে। সুতরাং প্রতিক্রিয়াশীল, মিরজাফরি (Mir Jafar) চরিত্রের হিংসাত্মক তৎপরতা থেকে দেশকে রক্ষা করার জন্য প্রয়ােজন হয় সতর্ক নজরদারির।
মন্তব্য
পরাধীন জাতি অনেক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার গৌরবময় সূর্যকে অর্জন করে। জাতির যেকোনাে দুর্বলতার সুযােগ নিয়ে যেন পরাজিত শত্ৰু স্বাধীনতার সেই সূর্যকে ছিনিয়ে নিতে না পারে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Thanks…. Very useful to uq