ইংরেজি প্রবাদ বাক্যপ্রবাদ বাক্য

অর্থসহ ইংরেজি প্রবাদ বাক্য (পর্ব ৫) | English & Bengali Proverbs

অর্থসহ ইংরেজি প্রবাদ বাক্য (পর্ব ৫) | English & Bengali Proverbs

১. সকল রোগীর এক পথ্য নহে – What is sauce for the gander is not for the goose.
২. কপালের লিখন না যায় খন্ডন। – What is lotted cannot be blotted.
৩. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। – What is everybody’s business is nobody’s business.
৪. যা হবার হয়ে গেছে; ঘটে যাওয়া জিনিসের পরিবর্তন সম্ভব নয়। – What is done cannot be undone.
৫. সব জিনিসেরই এক সময় পতন ঘটে। – What goes up must come down.
৬. রাখে আল্লাহ মারে কে – What God wills no frost can kill. – What god wills no frost can kill.
৭. সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যেই করেন – What God wills is for good.
৮. প্রতিকারের উপায় না থাকলে সহ্য করতে হয় – What can’t be cured must be endured.
৯. সুন্দর শুরুই অর্ধেক সাফল্য। – Well begun is half done.
১০. হাসির পরে আসে কান্না – Weal and weo come by turns.
১১. ধর্মের কল বাতাসে নড়ে – Virtue proclaims itself.
১২. বিপদের মধ্যে গুনের পরীক্ষা হয় – Virtue thrives best in adversity.
১৩. কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজী – Vows made in the storm are forgotten in a clam.
১৪. ঘরের কেচ্ছা বাইরে গাওয়া – Wash one’s dirty linen in public.
১৫. অপচয় কোরো না অভাবে পোড়ো না, দিনে বাতি যার ঘরে, তার ভিটায় ঘুঘু চরে। – Waste not, want not.
১৬. শরীরের নাম মহাশয় যা সওয়াবে তাই সয়। – We first make our habits, and then our habits make us.
১৭. মানুষ বাঁচে তাহার কর্মে, বয়সের মধ্যে নহে। – We live in deed, not in years.
১৮. দৌড়ানো শেখার পূর্বে হাটা শিখতে হয়। – We must learn to walk before we can run.
১৯. দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। – We never know the worth of water till the well is dry.
২০. দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। – We stand or fall together.


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Google News

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button