দুঃখের মতাে এত বড়াে পরশপাথর আর নেই
ভাবসম্প্রসারণ দুঃখের মতাে এত বড়াে পরশপাথর আর নেই ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী SSC HSC JSC
মূলভাব
প্রচলিত একটি কথা আছে- পরশপাথরের ছোঁয়ায় লােহাও সােনায় পরিণত হয়। তেমনই মানবজীবনে কোনাে কোনাে দুঃখময় ঘটনা ক্ষুদ্র মানুষকে মহৎ মানুষে পরিণত করে। একজন মানুষ তার দুঃখময় সময় থেকে অনেক কিছু শিখতে পারে, যা তার জীবনকে এগিয়ে নিতে নানাভাবে সাহায্য করে।
সম্প্রসারিত ভাব
মন্তব্য
মানুষের জীবনে জরা, ব্যাধির মতাে সুখ-দুঃখও নিয়মিত ব্যাপার। এ দুটি বিষয়কে এড়িয়ে যাওয়ার কোনাে পথ নেই। তবে বাস্তব জীবনে এমন অনেক বিষাদময় ঘটনা ঘটতে দেখা যায়, যা সাধারণ মানুষকে মহৎ হৃদয়ের মানুষে পরিণত করে। স্রষ্টার পক্ষ থেকে দুঃখও এক ধরনের পরীক্ষা। দুঃখের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সাধারণ মানুষ উত্তম মানুষে পরিণত হয়।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

ভালো