অনুচ্ছেদ লিখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি/দ্রব্যমূল্য বৃদ্ধি ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী SSC HSC JSC
আরও পড়ুন: অনুচ্ছেদ লিখন কী এবং অনুচ্ছেদ লিখার নিয়ম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি/দ্রব্যমূল্য বৃদ্ধি
আমাদের জীবনযাপনের জন্য প্রতিদিন কতই না জিনিসপত্র দরকার, তার কোনাে ইয়ত্তা নেই। দ্রব্যমূল্যের সাথে জীবনযাত্রার সম্পর্ক অত্যন্ত গভীর। মানুষ তার দৈনন্দিন চাহিদা পূরণ করতে গিয়ে বাজার থেকে নানাবিধ পণ্য ক্রয় করে থাকে। আর মানুষের উপার্জিত আয় দ্বারা এরূপ কেনাকাটা সম্ভব না হলে তার দুরবস্থার সীমা থাকে না। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে এ সীমিত আয় দ্বারা জীবন নির্বাহ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবন আজ পদে পদে বিঘ্নিত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দারিদ্র্য, অপুষ্টি, দুর্নীতি ও অবক্ষয়ের মতাে অভিশাপকে আরও বাড়িয়ে দেয়। চাহিদা ও যােগানের মধ্যে ভাবসাম্যহীনতা, কৃত্রিম অভাব সৃষ্টিকারী, মজুতদারি, ফটকাবাজি, মুদ্রাস্ফীতি ও কালােবাজারি ইত্যাদির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। দিনদিন যে পরিমাণ মানুষ ও মানুষের চাহিদা বাড়ছে সে পরিমাণ জিনিসপত্রের যােগান দেওয়া কিছুতেই সম্ভব হচ্ছে না। তদুপরি অসাধু ব্যবসায়ীরা তাদের অসৎ চরিতার্থ করার জন্য মজুতদারি করে থাকে। ফলে সাধারণ মানুষের ভােগান্তির সীমা বহু গুণ বেড়ে যায়। মুদ্রাস্ফী কারণেও নিত্যপ্রয়ােজনীয় জিনিসের দাম বাড়ে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে নানা প্রকার সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সমাজে দুর্নীতি, ঘুস ভেজাল ইত্যাদি কার্যকলাপ ব্যাপক হারে বৃদ্ধি পায়।
দ্রব্যমূল্য বৃদ্ধি জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রােধ করার জন্য দেশের কৃষি, শিল্প এবং আমদানি-রপ্তানির উন্নতি হওয়া প্রয়ােজন। মজুতদার, কালােবাজারিদের কঠোর হস্তে দমন করলে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

সুন্দর হইছে।