অনুচ্ছেদ

অনুচ্ছেদঃ ডিজিটাল বাংলাদেশ

2.1/5 - (60 votes)

ডিজিটাল বাংলাদেশ

বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী SSC HSC JSC
অনুচ্ছেদ লিখন কী এবং অনুচ্ছেদ লিখার নিয়ম

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই আমাদেরকে তথ্যপ্রযুক্তির সঙ্গেও তাল মিলিয়ে চলতে হবে। তাইতাে বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ (Bangladesh) করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উন্নত দেশগুলাের সাথে এক কাতারে শামিল হওয়ার এটি একটি সময়ােচিত পদক্ষেপ। ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে কী বোঝান হয়েছে তা অনেকের কাছেই অস্পষ্ট। ডিজিটাল বাংলাদেশ কথাটি বুঝতে হলে প্রথমেই আমাদের জানতে হবে কখন একটি দেশ ডিজিটাল দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।

একটি দেশকে তখনই ডিজিটাল দেশ বলা যাবে যখন দেশটি ই-স্টেটে পরিণত হবে। আর একটি দেশ ই-স্টেটে পরিণত হবে তখন যখন দেশটির যাবতীয় কার্যক্রম যেমন- সরকারব্যবস্থা, শাসনব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, কৃষি ইত্যাদি কম্পিউটারইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হবে। সুতরাং একুশ শতকের চ্যালেঞ্জ মােকাবিলায় ডিজিটাল বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং প্রত্যয়। ১২ ডিসেম্বর ২০০৮ সালের সাধারণ নির্বাচনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ (Awami League)-এর নির্বাচনি ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ঘােষণা করা হয়। শুরুতে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে দেশবাসীর মধ্যে সংশয় দেখা দিলেও আস্তে আস্তে এর প্রয়ােজনীয়তা ও সুবিধা সম্পর্কে অবগত হয়ে জনসাধারণ এ ব্যাপারে আশান্বিত হবে। তবে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সর্বাগ্রে প্রয়ােজন একটি শক্তিশালী তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক। আর এ জন্য দরকার বিদ্যুৎ সমস্যার সমাধা, কম্পিউটার (Computer), ল্যাপটপ (Laptop) ও ইন্টারনেট (Internet) সংযোগ। সর্বোপরি, ইন্টারনেট ব্যবহারের প্রশিক্ষণ, ইংরেজি শিক্ষার প্রসারেও কার্যকর উদ্যোগ নিতে হবে।

তাই আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করা। তবেই তাে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button