ভাবসম্প্রসারণ

বড় যদি হতে চাও ছােটো হও তবে ভাবসম্প্রসারণ

Rate this post

 বড় যদি হতে চাও ছােটো হও তবে

ভাবসম্প্রসারণ বড় যদি হতে চাও ছােটো হও তবে ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী SSC HSC JSC PSC

মূলভাব

বড় হতে হলে অবশ্যই ছােটো হতে হবে। অর্থাৎ বিনয়ী হওয়া ছাড়া মানুষ বড় বা মহৎ হতে পারে না। বড়ো 

সম্প্রসারিত ভাব

জগতের সবাই চায় বড় হতে। কেউ সাধারণ থাকতে চায় না, হতে চায় অসাধারণ। কিন্তু বড় হওয়াটা খুবই কঠিন। এজন্য বড় হওয়া সকলের পক্ষে সম্ভব হয় না। বড় হওয়ার জন্য মানুষকে নিরলস সাধনা করে যেতে হয়। এই সাধনার দ্বারাই ঘটে মহত্ত্বের বিকাশ। মানুষের মহৎ গুণাবলির মধ্যে অন্যতম হচ্ছে বিনয়। বিনয় মানবজীবনকে আলােকিত এবং শ্রদ্ধাবনত করে অন্যের কাছে মহান করে তােলে। পক্ষান্তরে, অহংকার পতনের মূল। অহংকারী মানুষ কারাে শ্রদ্ধা লাভ করতে পারে না। 

বড় হতে হলে অর্থাৎ মানুষের শ্রদ্ধাভক্তি পেতে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিনয়ী অর্থাৎ ছােটো হতে হয়। সিঁড়ি বেয়ে ওপরে ওঠতে গেলে যেমন প্রথমে সর্বনিম্ন সিঁড়িটিতে পা রাখতে হয়, তেমনই বড় হতে হলে আগে ছােটো হতে হয়। বাস্তব জীবনে বড় কিছু করতে হলে প্রথমে ছােটো কাজ দিয়ে শুরু করতে হয়। হঠাৎ করে উঁইফোড়ের মতাে কেউ বড় হলে সমাজ তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে না। নিজেকে অন্যের নিকট ক্ষুদ্র হিসেবে প্রকাশ করতে পারলেই জীবনে বড় হওয়া সম্ভব। পৃথিবীতে এ পর্যন্ত যারা বড় বা মহৎ হয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন বিনয়ী ও পরােপকারী। তাদের প্রত্যেকেই নিজের ক্ষুদ্রতাকে স্বীকার করে পরের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। 

আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সা) এক ইহুদির গৃহে সামান্য পারিশ্রমিকে কাজ করেছেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর বিন খাত্তাব খেজুর পাতার বিছানায় বসে অর্ধ-পৃথিবী শাসন করেছেন। আব্রাহাম লিংকন প্রথম জীবনে খেয়াঘাটের মাঝি ছিলেন। অপরদিকে, যারা বংশমর্যাদা, ধনসম্পদ, ক্ষমতার অপব্যবহার করে নিজেকে বড় বলে জাহির করতে চায় তারা কখনই মানুষের মন জয় করতে পারে না। বড় হতে গিয়ে তারা আসলে ছােটো হয়ে যায়। 

মন্তব্য

বড় হতে চাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। সবাই বড় হতে চায়। কিন্তু সবাই বড় হতে পারে না। শুধু যারা ছােটো হতে পারে, একমাত্র তারাই বড় হতে পারে।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button