বাংলাদেশের প্রথম ঘটে যাওয়া বিস্ময়গুলো কি কি তা নিচে দেওয়া হলঃ
১. রাষ্ট্রপতি: শেখ মুজিবুর রহমান
২. অস্থায়ী রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম (Syed Nazrul Islam)
৩. প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমেদ (Tajuddin Ahmad)
৪. পররাষ্ট্রমন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ (Khondaker Mostaq Ahmad)
৫. স্বরাষ্টমন্ত্রী : এ এইচ এম কামরুজ্জামান
৬. অর্থমন্ত্রী : ক্যাপটেন এম মনসুর আলী
৭. সশস্র বাহিনীর প্রধান : জেনারেল আতাউল গণি ওসমানী (M. A. G. Osmani)
৮. স্পীকার (গণপরিষদ) : শাহ আব্দুল হামিদ
৯. স্পীকার (জাতীয় ) : মোহাম্মদ উল্লাহ
১০. বাংলাদেশ ব্যাংকার গভর্নর : এ এম হামিদুল্লাহ
১১. প্রধান বিচারপতি : এ এস এম সায়েম
১২. এটর্নি জেনারেল : এম এইচ খন্দকার
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

ভাইয়া আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আমি আশা করি পরবর্তীতে আপনারা আরও বেশি বেশি তথ্য নিয়ে আসবেন।