বিভাগঃ সাধারণ জ্ঞান
উৎপত্তি ঃ বঙ্গ > বাঙ্গালা > সুবাহ -ই বাঙ্গালা > পূর্ববঙ্গ > পূর্ব পাকিস্তান > বাংলাদেশ
স্বাধীনতা লাভ : ১৬ ডিসেম্বর ১৯৭১
সরকারী নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The People’s Republic of Bangladesh )
রাজধানী: ঢাকা (Dhaka)
বাণিজ্যিক রাজধানী: চট্টগ্রাম (Chattogram)
রাষ্ট্র ভাষা : বাংলা
রাষ্ট্র ধর্ম: ইসলাম [ ১৯৮৮ থেকে অষ্টম সংশোধনীর ]ধর্ম (জনসংখ্যা): মুসলমান ৮৮.৩৫%, হিন্দু ১০.৫%, বৌদ্ধ ০.৬%, খ্রিষ্টান ০.৩%, অন্যান্য ০৩% (আদমশুমারী ২০০১)
আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কি: মি:
আয়তনে বিশ্বে : ৯০ তম (মার্চ ২০১১)
সরকার পদ্ধতি: সংসদীয় সরকার পদ্ধতি (বহু দলীয় গণতন্ত্র ও এক কক্ষ বিশিষ্ট আইনসভা)
ভৌগোলিক অবস্থান: ২০° ৩৪’ উত্তর অক্ষাংশ হতে ২৬° ৩৮’ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১’ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত।
সীমানা: উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর।
মোট সীমানা: ৫,১৩৮ কি.মি (স্থলসীমা ৪৪২৭ ও মােট সীমানা জলসীমা ৭১১ কি.মি, ভারত- ৪১৪৭ কি.মি, মায়ানমার-২৮০)
ভারত-বাংলাদেশের নদী সীমান্ত: ১৮৫ কি.মি (ভূমি মন্ত্রণালয় রিপাের্ট – ২০০১)
বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল : ১১১ টি
ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল: ৫১ টি
সীমান্ত জেলা: ৩২ টি
বিভাগঃ ৮ টি (সর্বশেষ ময়মনসিংহ ১৪ সেপ্টেম্বর ২০১৫ তে)
জেলাঃ ৬৪ টি
সিটি কর্পোরেশন : ১২ টি (সর্বশেষ ময়মনসিংহ (Mymensingh))
জনসংখ্যায় বিশ্বে : ৯ম
জনসংখ্যার ঘনত্ব : ৯৯০ জন প্রতি বর্গ কি.মি (অর্থনৈতিক সমীক্ষা ২০১০)
জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩২ (অর্থনৈতিক সমীক্ষা ২০১০)
মানুষের গড় আয়ু: ৬৬.৮ বছর (অর্থনৈতিক সমীক্ষা ২০১০)
মাথাপিছু আয় : ৭৫০ মার্কিন ডলার (অর্থনৈতিক সমীক্ষা ২০১০)
জলবায়ু: নাতিশীতোষ্ণ ও সমভাবাপন্ন।
বার্ষিক গড় তাপমাত্রা: ২৫.৭০° সেলসিয়াস (শীতকালের ১৭.৮° সেন্টিগ্রেড গ্রীষ্মকালে ২৭.৮° সেন্টিগ্রেড)
বার্ষিক গড় বৃষ্টিপাত : ২০৩ সেন্টিমিটার
মোট নদী: ২৩০ টি
সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ জেলাঃ ঢাকা
সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলাঃ বান্দরবান
স্থানীও সময়ঃ গ্রিনিচ মান সময় +৬ ঘণ্টা
আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভঃ ১৭ নভেম্বর ১৯৯৯ (ইউনেস্কো, প্যারিস)
ক্রিকেট টেস্ট লাভঃ ২৬ জুন ২০০০
চা বাগানঃ ১৬৩ টি
গ্যাস ফিল্ডঃ ২৩ টি (অর্থনৈতিক সমীক্ষা ২০১০)
সর্ব দক্ষিণে জেলাঃ কক্সবাজার (Cox’s Bazar)
সর্ব উত্তরে জেলাঃ পঞ্চগর
সর্ব পশ্চিমে জেলাঃ নবাবগঞ্জ
সর্ব পূর্বে জেলাঃ বান্দরবান
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
