![]() |
source: istockphoto |
সূরা কারেয়া আল ক্বারিআহ পবিত্র পবিত্র কুরানের ১০১ তম সুরা। সুরাটির আয়াত সংখ্যা ১১ টি । সুরাটি মক্কায় অবতীর্ণ হয় তাই এটি মাক্কী সূরার অন্তর্ভুক্ত। সূরাটি মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারন এ সুরায় মহান আল্লাহ্ কিয়ামত ও আখিরাতের কথা বলেছেন। ক্বারিআহ শব্দের অর্থ হল করাঘাতকারী। এ সূরার শুরুতে মানুষকে এক ‘মহা দুর্ঘটনা’ বলে সতর্কতা করা হয়েছে। আর এ মহা দুর্ঘটনা হল কিয়ামাত। এ সূরার শেষ আয়াতগুলুতে আল্লাহ্ মানুষদের ভাল ও খারাপ কাজের হিসেব নেওয়ার কথা বলেছেন। যাদের ভাল কাজের পাল্লা ভারী হবে তারা জান্নাতবাসী হবে আর যাদের খারাপ কাজের পাল্লা ভারী হবে তাদের স্থান হবে জাহান্নামে।
← পূর্ববর্তী সূরা: সূরা আল-আদিয়াত / পরবর্তী সূরা → সূরা তাকাসুর
সূরা কারেয়া অর্থসহ বাংলা উচ্চারণ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
(1
الْقَارِعَةُ
করাঘাতকারী,
আল কা-রি‘আহ ।
(2
مَا الْقَارِعَةُ
করাঘাতকারী কি?
মাল কা-রি‘আহ।
(3
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
ওয়ামাআদরা-কা মাল কা-রি‘আহ।
(4
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
ইয়াওমা ইয়াকূনুন্না-ছুকাল ফারা-শিল মাবছূছ।
(5
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
ওয়া তাকূনুল জিবা-লুকাল‘ইহনিল মানফূশ।
(6
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
অতএব যার পাল্লা ভারী হবে,
ফাআম্মা-মান ছাকুলাত মাওয়া-ঝীনুহূ।
(7
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
সে সুখীজীবন যাপন করবে।
ফাহুওয়া ফী ‘ঈশাতির রা-দিয়াহ।
(8
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
আর যার পাল্লা হালকা হবে,
But he whose balance (of good deeds) will be (found) light,-
(9
فَأُمُّهُ هَاوِيَةٌ
তার ঠিকানা হবে হাবিয়া।
Will have his home in a (bottomless) Pit.
(10
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
আপনি জানেন তা কি?
And what will explain to thee what this is?
(11
نَارٌ حَامِيَةٌ
প্রজ্জ্বলিত অগ্নি!
(It is) a Fire Blazing fiercely!
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

সূরা আল করিয়াহ্
ভাই এই সূরাটির সম্পূর্ণ বাংলা উচ্চারণ নেই,
কোন অডিও নেই
দয়া করে বিষয়টি একটু দেখবেন