ইসলাম ও জীবনকুরআন

সূরা কারেয়া অর্থসহ বাংলা উচ্চারণ (Surah Al-Qari’a)

4.2/5 - (5 votes)
সুরা কারেয়া অর্থসহ বাংলা উচ্চারণ (Surah Al-Qari'a)
source: istockphoto

সূরা কারেয়া আল ক্বারিআহ পবিত্র পবিত্র কুরানের ১০১ তম সুরা। সুরাটির আয়াত সংখ্যা ১১ টি । সুরাটি মক্কায় অবতীর্ণ হয় তাই এটি মাক্কী সূরার অন্তর্ভুক্ত। সূরাটি মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারন এ সুরায় মহান আল্লাহ্‌ কিয়ামত ও আখিরাতের কথা বলেছেন। ক্বারিআহ  শব্দের অর্থ হল করাঘাতকারী। এ সূরার শুরুতে মানুষকে এক ‘মহা দুর্ঘটনা’ বলে সতর্কতা করা হয়েছে। আর এ মহা দুর্ঘটনা হল কিয়ামাত। এ সূরার শেষ আয়াতগুলুতে আল্লাহ্‌ মানুষদের ভাল ও খারাপ কাজের হিসেব নেওয়ার কথা বলেছেন। যাদের ভাল কাজের পাল্লা ভারী হবে তারা জান্নাতবাসী হবে আর যাদের খারাপ কাজের পাল্লা ভারী হবে তাদের স্থান হবে জাহান্নামে।

← পূর্ববর্তী সূরা: সূরা আল-আদিয়াত / পরবর্তী সূরা → সূরা তাকাসুর

সূরা কারেয়া অর্থসহ বাংলা উচ্চারণ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
Go to: Top 10
(1
الْقَارِعَةُ
করাঘাতকারী,
আল কা-রি‘আহ ।
(2
مَا الْقَارِعَةُ
করাঘাতকারী কি?
মাল কা-রি‘আহ।
(3
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
ওয়ামাআদরা-কা মাল কা-রি‘আহ।
(4
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
ইয়াওমা ইয়াকূনুন্না-ছুকাল ফারা-শিল মাবছূছ।
(5
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
ওয়া তাকূনুল জিবা-লুকাল‘ইহনিল মানফূশ।
(6
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
অতএব যার পাল্লা ভারী হবে,
ফাআম্মা-মান ছাকুলাত মাওয়া-ঝীনুহূ।
(7
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
সে সুখীজীবন যাপন করবে।
ফাহুওয়া ফী ‘ঈশাতির রা-দিয়াহ।
(8
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
আর যার পাল্লা হালকা হবে,
But he whose balance (of good deeds) will be (found) light,-
(9
فَأُمُّهُ هَاوِيَةٌ
তার ঠিকানা হবে হাবিয়া।
Will have his home in a (bottomless) Pit.

Go to: Top 10
(10
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
আপনি জানেন তা কি?
And what will explain to thee what this is?
(11
نَارٌ حَامِيَةٌ
প্রজ্জ্বলিত অগ্নি!
(It is) a Fire Blazing fiercely!
Go to: Top 10

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

One Comment

মন্তব্য করুন

Related Articles

Back to top button