যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না ভাবসম্প্রসারণ বাংলা ২য় পত্র। for class 6 7 8 9 10 11 JSC SSC HSC.
মূলভাব
মানুষের চাওয়া-পাওয়ার কোনাে শেষ নেই। পাওয়া না পাওয়ার যে দ্বান্দ্বিক বৈশিষ্ট্য তা মানব মনে চির বিদ্যমান।
সম্প্রসারিত ভাব
পৃথিবীতে চাওয়া-পাওয়া নিয়ে রয়েছে মানুষের নিরন্তর দ্বন্দ্ব। কঠোর পরিশ্রমের বিনিময়ে মানুষের জীবনে কিছু দুর্লভ বস্তুর প্রাপ্তি ঘটে। কিন্তু তাতে সে সন্তুষ্ট হয়ে বসে থাকে না। তার হৃদয়বৃন্তে নতুন নতুন চাহিদার স্ফুরণ ঘটে। তাই চাহিদা পূরণে সে নিরন্তর ছুটে চলে। তার চাওয়ার কোনাে শেষ নেই। সে সত্যিকার অর্থে কী চায়, তা সে নিজেও জানে না। তাই মানুষ তার কাম্য বস্তুর প্রাপ্তির দ্বারা কোনাে সময়ই পরিতৃপ্ত নয়। সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ তার করায়ত্ত বস্তুকে তুচ্ছজ্ঞান করেছে, দুর্লভ বস্তুর জন্য ব্যাকুল হয়েছে।
এটা মানুষের চিরন্তন বৈশিষ্ট্য। যখনই সে আকাঙ্ক্ষিত কিছু লাভ করছে, তার পরক্ষণেই আবার নতুন কিছু প্রাপ্তির জন্য সে ব্যগ্র হয়েছে। কিন্তু সে জানে না তার এ চাওয়াপাওয়ার পরিসমাপ্তি কোথায়। অফুরন্ত চাওয়ার বিপরীতে অবশেষে সে পাওয়ার বেদনায় ক্ষত-বিক্ষত হয়। কারণ অসীম চাওয়াকে অর্জন করা মানুষের পক্ষে কখনাে সম্ভব নয়। তাই অহেতুক অপ্রাপ্তির যন্ত্রণায় সে হয় ব্যথিত। অথচ মানুষ যদি সীমিত চাওয়া-পাওয়ায় অভ্যস্ত হয়, তবে খুব সহজেই না পাওয়ার দুঃখগুলাে তিরােহিত হবে। এবং পাওয়ার আনন্দগুলাে শতধারায় বিকশিত হবে।
মন্তব্য
চাওয়া-পাওয়া মানুষের সহজাত বৈশিষ্ট্য। চাওয়া ও পাওয়ার এ বৈশিষ্ট্য তাকে সুখ দেয় না। তাকে কষ্ট দেয়, ব্যথিত করে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Valo
Valo