তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) খুবই গুরুত্বপূর্ণ একটি দোআ। আমরা প্রত্যেক নামাজে এটি পরে থাকি। নবী হযরত মুহাম্মদ (সঃ) প্রত্যেক সাহাবীকে এই দোআ শিক্ষা দিয়েছেন। এবং সাহাবীরাও অনুরূপ অন্যদেরকে তা শিক্ষা দিয়েছেন।
তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) দোয়াটির গুরুত্ব এতই যে, ওমর (রা.) বলেন, তাশাহ্হুদ ছাড়া কোন নামাযই যথেষ্ট হয় না। তাই ইবনে আব্বাস (রা.) ও জাবের (রা.) বলেন, নবী হযরত মুহাম্মদ (সঃ) আমাদেরকে তাশাহ্হুদ ঐভাবে শেখাতেন যেমন কুরআনের কোন সূরা শেখাতেন।
নবী হযরত মুহাম্মদ (সঃ) বলেন, তোমরা তাশাহ্হুদ শিখে নাও। কারণ, তাশাহ্হুদ ছাড়া নামাযই নেই।
আসুন আমরা তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) দোয়াটি মুখস্ত করে নেই।
উচ্চারণঃ আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্ সালাওয়াতু, ওয়াত্ তাইয়িবাতু। আস্সালামু ‘আলাইকা আইয়্যুহান নাবীয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস্ সলিহীন। আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
অর্থঃ আমাদের সকল সালাম শ্রদ্ধা, আমাদের সব নামায এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হউক। আমাদের এবং আল্লাহর সকল নেক বান্দাদের উপর আল্লাহ্র রহমত এবং অনুগ্রহ বর্ষিত হউক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া (ইবাদাতের যোগ্য) আর কেউ নেই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মাদ সা. আল্লাহর বান্দা এবং রাসূল।
লিখাটি ভালো লাগলে অবশই তা শেয়ার করুন আর আপনিও হন ইসলামের প্রচারক।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
