করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে ইন্দোনেশিয়ার সরকার এ বছর হজ্জ্ব বাতিল করেছে। বিশ্বের বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার , এ বছর প্রায় ২,২০,০০০ মানুষ হজ্জে যাওয়ার জন্যে প্রস্তুত ছিল।
প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমরা সৌদি আরবে আসেন হজ্জের জন্যে যা মুসলমানদের জন্যে একবার হলেও ফরজ করা হয়েছে। কিন্তু বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এইবারের হজ্জ্বকে অনিশ্চিত করে দিলো। তবে সৌদি কর্তৃপক্ষ জুলাইয়ের শেষের দিকে হজ উদযাপিত করবে কিনা সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায় নি।
এইদিকে সৌদি সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করতে ব্যর্থ হাওয়া, ইন্দোনেশিয়ার সরকার ২০২০ সালের হজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্দোনেশিয়া ধর্ম বিষয়ক মন্ত্রী Fachrul Razi রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সময় এ কথা বলেন। তিনি আরো বলেন “এটি একটি অত্যন্ত তিক্ত এবং কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমাদের হজযাত্রী ও হজ কর্মীদের রক্ষা করার দায়িত্ব আমাদের।”
সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যে বলেছে যে হজ ও ওমরাহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। গত মাসে ইন্দোনেশিয়া তার সিদ্ধান্ত ঘোষণার জন্য রিয়াদকে চাপ দেয় এবং রাষ্ট্রপতি জোকো উইদোডো পরে এই বিষয়ে সৌদি আরবের বাদশাহ সালমানের সাথে টেলিফোন করেন বলে জানান।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
