ভাবসম্প্রসারণ
ভাবসম্প্রসারণ : শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির | HSC | SSC | PDF Download
বাংলা ২ য় পত্র – ভাবসম্প্রসারণ (Vab Somprosaron) শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির for HSC & SSC with PDF Download
মূলভাব
এ ধরায় কিছু লােক আছে, যারা উপকারীর উপকার স্বীকার করে না। বরং তারা সামান্য উপকার করতে পারলেই দম্ভভরে তা প্রচার করে বেড়ায়।
সম্প্রসারিত ভাব
দিঘির অগাধ জলরাশিতে শৈবালের অবস্থান। এই শৈবালের উপর জমেছে ভােরের শিশির। শিশিরের ক্ষুদ্র ফোঁটা গড়িয়ে পড়েছে দিঘির অগাধ জলে। এই সামান্য শিশির-ফোটাকে শৈবাল দিঘির প্রতি তার মহৎ দান বলে গণ্য করছে। অথচ দিঘির বিশাল জলরাশির কাছে এক ফোঁটা শিশির অতি তুচ্ছ। দিঘির জলেই যার অস্তিত্ব, সেই দিঘির প্রতি শৈবালের এমন দম্ভোক্তি সত্যি হীনম্মন্যতার পরিচায়ক।
শৈবালের মতাে মানবসমাজেও এমন অনেক অকৃতজ্ঞ লােক আছে, যারা পরের দয়াদাক্ষিণ্য দুহাতে গ্রহণ করে কিন্তু সামান্য উপকার করতে পারলেই মনে করে আমি মহৎ কিছু করে ফেলেছি। প্রকৃতপক্ষে যিনি মহৎ,এবং যথার্থ পরােপকারী তিনি অপরের উপকার করে কখনাে দম্ভ প্রকাশ করেন না। নিছক আত্মপ্রচারের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবেই তিনি পরের উপকার করেন। এজন্য তার মনে কোনাে অহংকার জন্ম নেয় না। অহংকার জন্ম নিলে মহতেরা মহৎ কাজ করতেন না।
মন্তব্য
প্রতিদানের প্রত্যাশা নয়, মানবকল্যাণের জন্য নিঃস্বার্থভাবে পরের উপকার করাই মহৎপ্রাণ ব্যক্তির কাজ। সুতরাং উপকারভােগীদের উচিত উপকারকারীর কথা স্মরণ রাখা।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

it is the best crift in my life time