শুনতে কি পাও লিরিক্স | Shunte Ki Pao Song Lyrics by Mamum Sarker
Song : শুনতে কি পাও/ Shunte Ki Pao
Singer: Mamum Sarker ft by Naseem Sultan
Music: Rumman Chowdhury
Copyright: HTM Records
শুনতে কি পাও লিরিক্স
শুনতে কি পাও তুমি এই আমাকে
তোমার ছোঁয়া আজও ভুলি নি
জানতে কি চাও তুমি এই আমাকে
তোমার চোখের আলো নিভে নি।
জানাবে কি ভালোবাসি নি…
কাছে আসো নি…
মানবো কি করে
আজও ভুলি নি।
জানাবে কি ভালোবাসি নি…
কাছে আসো নি…
মানবো কি করে
আজও ভুলি নি।
আমি আরো কাছে তোমায় ডেকেছি….
তোমায় ভালোবেসেছি …
আমি আরো কাছে ডেকেছি
তোমায় ভালোবেসেছি …
কোটো রাত আমি কেঁদেছি
তোমায় ভালোবেসেছি।
তারা নিভে যায় দূরে ওই মেঘেতে
আলো তবু তা পিছু ছাড়েনি।
শুনতে কি পাও তুমি এই আমাকে
তোমার ছোঁয়া আজও ভুলি নি
জানাবে কি ভালোবাসি নি…
কাছে আসো নি…
মানবো কি করে
আজও ভুলি নি।
ভালোবাসি নি…
কাছে আসো নি…
মানবো কি করে
আজও ভুলি নি।
আমি আরো কাছে ডেকেছি….
তোমায় ভালোবেসেছি …
আমি আরো কাছে ডেকেছি….
তোমায় ভালোবেসেছি …
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
