ভাবসম্প্রসারণ
কত বড়াে আমি কহে নকল হীরাটি তাইতাে সন্দেহ করি, নহ ঠিক খাটি – ভাবসম্প্রসারণ pdf download
কত বড়াে আমি, কহে নকল হীরাটি
তাইতাে সন্দেহ করি, নহ ঠিক খাটি।
বাংলা ভাবসম্পসারণ pdf download
মূলভাব
মিথ্যা পরিচয় নিয়ে যারা অহংকার করে, তাদের ওই অহংকার-গর্ব নিছকই ঠুনকো। আর যারা প্রকৃত অর্থেই বড়াে, তারা নিরহংকার ও বিনয়ী স্বভাবের অধিকারী।
সম্প্রসারিত ভাব
অলীক ও ভিত্তিহীন পরিচয়ের অহংকার নিয়ে বেশিদিন টেকাটা দায় হয়ে পড়ে। পৃথিবীতে ভালাে ও মন্দ দুই ধরনের লােক বাস করে। ভালাে ব্যক্তিদের আচার-ব্যবহার নম্র হয় এবং তারা সবসময় অপরের কল্যাণ কামনা করেন। অন্যের অমঙ্গল হতে পারে এমন কোনাে কাজ থেকে নিজেকে সর্বদা বিরত রাখেন। ভালাে লােকদের ব্যবহারের কারণে লােকে তাদের মহান ব্যক্তি বলে মনে করে। ফলে তারা সকলের বিশ্বাস-শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হন। শুধু তাই নয়, লােকে ভালাে লােকদের অনুসরণ করে এবং নিজেরাও ভালাে লােকে পরিণত হয়। জগতে ভালােরূপ গুণী ব্যক্তিগণ কখনই নিজেদের গুণকীর্তন করেন না। মানুষ এমনিতেই তাদের গুণের প্রশংসা করে।
পক্ষান্তরে, মন্দ ব্যক্তিরা সবসময় অন্যের অনিষ্ট সাধনে লিপ্ত থাকে। তারা নিজেদের পরিচয় গােপন করে মিথ্যার আশ্রয় নিয়ে অন্যের ক্ষতিসাধনে সর্বদা সচেষ্ট থাকে। নিজেদের মন্দ চরিত্র আড়াল করার জন্য নিজেদেরকে শ্রেষ্ঠ বলে জাহির করতে সবসময় সচেষ্ট থাকে। আসল হীরার নিজেকে বড়াে বলে প্রচার করার দরকার নেই। বৈশিষ্ট্যই হীরাকে তার প্রাপ্য মর্যাদা এনে দেবে। কিন্তু নকল হীরা যেহেতু অন্তঃসারশূন্য সেহেতু সে নিজেকে অনেক মূল্যবান বস্তু বলে প্রচার করে বেড়ায়। খাটি হীরা নকল হীরার গর্ব এ বলে খর্ব করতে পারে যে, নকল বলেই সে মিথ্যা বড়াই করছে, বরং তার মধ্যে যদি মিথ্যার প্রভাব না থাকতাে তবে এমন মিথ্যা অহংকারের আশ্রয় সে নিতাে না। জগতে আসল হীরার মতাে খাটি মানুষেরা কখনাে মিথ্যার আশ্রয় নেয় না।
মন্তব্য
গুণীর সুনাম এমনিতেই প্রকাশ পায়। যারা আত্মপ্রচার করে, তারা প্রকৃত গুণবান নয়। এ সত্যটি তারা নিজেরা না বুঝলেও নিজেদের সম্পর্কে অন্যের মনে সন্দেহ সৃষ্টি করে। আত্মপ্রচারই বলে দেয়, তারা আসল নয়।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
