Uncategorized

২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি PDF Download

1/5 - (1 vote)

২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি PDF Download

২০২২ সালের এইচএসসি পরীক্ষার জন্য পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষা বোর্ডগুলোর কাছে নির্ধারিত সংক্ষিপ্ত পাঠ্যসূচি পাঠায়। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসহ দেশের অন্য শিক্ষা বোর্ডগুলো প্রতিষ্ঠানপ্রধানদের কাছে তা পাঠিয়ে দিয়েছে। এ ছাড়া এনসিটিবি এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত দুটি নির্দেশনায় জানানো হয়েছে, এনসিটিবি থেকে পাঠানো ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি পাঠানো হলো। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হলো। আগামী ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের পর এ পাঠ্যসূচি প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠানে তা পাঠানো হলো।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি PDF Download

ফাইলের নামঃ HSC_2022_hazabarolo.com
ফর্মেট ঃ zip
সাইজঃ ১১.৫ MB

Zip file Password: hazabarolo.com

[Download ##download##]

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

ভাবসম্প্রসারণ

কত বড়াে আমি কহে নকল হীরাটি তাইতাে সন্দেহ করি, নহ ঠিক খাটি – ভাবসম্প্রসারণ pdf download

1/5 - (1 vote)
কত বড়াে আমি, কহে নকল হীরাটি
তাইতাে সন্দেহ করি, নহ ঠিক খাটি।
বাংলা ভাবসম্পসারণ pdf download

মূলভাব

মিথ্যা পরিচয় নিয়ে যারা অহংকার করে, তাদের ওই অহংকার-গর্ব নিছকই ঠুনকো। আর যারা প্রকৃত অর্থেই বড়াে, তারা নিরহংকার ও বিনয়ী স্বভাবের অধিকারী। 

সম্প্রসারিত ভাব

অলীক ও ভিত্তিহীন পরিচয়ের অহংকার নিয়ে বেশিদিন টেকাটা দায় হয়ে পড়ে। পৃথিবীতে ভালাে ও মন্দ দুই ধরনের লােক বাস করে। ভালাে ব্যক্তিদের আচার-ব্যবহার নম্র হয় এবং তারা সবসময় অপরের কল্যাণ কামনা করেন। অন্যের অমঙ্গল হতে পারে এমন কোনাে কাজ থেকে নিজেকে সর্বদা বিরত রাখেন। ভালাে লােকদের ব্যবহারের কারণে লােকে তাদের মহান ব্যক্তি বলে মনে করে। ফলে তারা সকলের বিশ্বাস-শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হন। শুধু তাই নয়, লােকে ভালাে লােকদের অনুসরণ করে এবং নিজেরাও ভালাে লােকে পরিণত হয়। জগতে ভালােরূপ গুণী ব্যক্তিগণ কখনই নিজেদের গুণকীর্তন করেন না। মানুষ এমনিতেই তাদের গুণের প্রশংসা করে। 
পক্ষান্তরে, মন্দ ব্যক্তিরা সবসময় অন্যের অনিষ্ট সাধনে লিপ্ত থাকে। তারা নিজেদের পরিচয় গােপন করে মিথ্যার আশ্রয় নিয়ে অন্যের ক্ষতিসাধনে সর্বদা সচেষ্ট থাকে। নিজেদের মন্দ চরিত্র আড়াল করার জন্য নিজেদেরকে শ্রেষ্ঠ বলে জাহির করতে সবসময় সচেষ্ট থাকে। আসল হীরার নিজেকে বড়াে বলে প্রচার করার দরকার নেই। বৈশিষ্ট্যই হীরাকে তার প্রাপ্য মর্যাদা এনে দেবে। কিন্তু নকল হীরা যেহেতু অন্তঃসারশূন্য সেহেতু সে নিজেকে অনেক মূল্যবান বস্তু বলে প্রচার করে বেড়ায়। খাটি হীরা নকল হীরার গর্ব এ বলে খর্ব করতে পারে যে, নকল বলেই সে মিথ্যা বড়াই করছে, বরং তার মধ্যে যদি মিথ্যার প্রভাব না থাকতাে তবে এমন মিথ্যা অহংকারের আশ্রয় সে নিতাে না। জগতে আসল হীরার মতাে খাটি মানুষেরা কখনাে মিথ্যার আশ্রয় নেয় না।

মন্তব্য

গুণীর সুনাম এমনিতেই প্রকাশ পায়। যারা আত্মপ্রচার করে, তারা প্রকৃত গুণবান নয়। এ সত্যটি তারা নিজেরা না বুঝলেও নিজেদের সম্পর্কে অন্যের মনে সন্দেহ সৃষ্টি করে। আত্মপ্রচারই বলে দেয়, তারা আসল নয়।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button