ভাবসম্প্রসারণ

“আলাে বলে অন্ধকার তুই বড়াে কালাে, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো” ভাবসম্প্রসারণ for All Class Free PDF Download

Rate this post
“আলাে বলে অন্ধকার তুই বড়াে কালাে, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো”
ভাবসম্প্রসারণ for All Class Free PDF Download

মূলভাব

আলাে ও অন্ধকার বিপরীতধর্মী দুটি বিষয়। অবশ্য এ কথা অনস্বীকার্য যে, এ দুটি পরস্পরের পরিপূরক। একটিকে বাদ দিয়ে অপরটির কথা ভাবাও যায় না।

সম্প্রসারিত ভাব

আমরা যে আলাে-আঁধার দেখি তা স্রষ্টার দুটি রহস্যময় সৃষ্টি। উভয়ই সৃষ্টিকর্তার দান। উভয়ই জীবনের জন্য অপরিহার্য। একটি ছাড়া অপরটির কথা কল্পনাও করা যায় না। প্রশ্নোক্ত কবিতাংশে আলাে অন্ধকারকে ব্যঙ্গ করে বলছে যে, সে খুব কালাে। যার প্রত্যুত্তরে অন্ধকার বলছে সে আছে বলেই আলাের স্বরূপটি প্রতিভাত হয়। ঠিক একইভাবে মানবজীবনে দুঃখ আছে বলে সুখের মর্ম উপলব্ধি করা যায়। সুতরাং সাদা-কালাে, পাহাড়-সমতল, মরুভূমি-সমুদ্র- এ সবই প্রকৃতির অংশ। পারস্পরিক বৈপরীত্যের সমন্বয়ে সবকিছুর ভারসাম্য রক্ষিত হয়। বিচিত্র এ পৃথিবীতে কোথাও দেখা যায় অরণ্যের গহিনতা, আবার কোথাও সবুজের চিহ্নমাত্র নেই। কোথাও প্রাণের বিচিত্র লীলা তরঙ্গায়িত হচ্ছে, আবার কোথাও দেখা যায় নিস্পাপ জড়বস্তু স্থির হয়ে আছে। বিশ্বের সবকিছুরই বৈপরীত্য আছে বলেই আমরা সূর্যালােকে পৃথিবীময় প্লাবিত থাকতাে, তাহলে আলাের কোনাে মূল্য থাকতাে না। অন্ধকার এসে দিনের আলােকে গ্রাস করে বলেই আলাের মর্ম আমরা সঠিকভাবে বুঝতে পারি।
সকালের সােনালি সূর্যের অপেক্ষায় থাকি। আবার যদি চির অন্ধকারের মধ্যে দিন কাটাতে হতাে তাহলে আমরা আলাের মর্ম বুঝতে পারতাম না। যদি অভাববােধ না থাকতাে, তাহলে মানব প্রগতি বহুকাল আগেই থেমে যেত। অতৃপ্তি না থাকলে জ্ঞানবিজ্ঞানের উৎকর্ষ সাধিত হতাে না, বেদনা না থাকলে মহৎ কাজ কোনােদিনই সংঘটিত হতে পারতাে না। বাস্তব জীবনে ভালাে-মন্দ, ইতর-ভদ্র, সুজন-কুজন পারস্পরিক পার্থক্য থাকার কারণেই পৃথিবী আমাদের কাছে এত আকর্ষণীয়। মন্দ আছে বলেই আমরা ভালাের মর্যাদা উপলব্ধি করতে পারি।

মন্তব্য

ভালাে-মন্দ হচ্ছে একে অন্যের পরিপূরক। সুতরাং পৃথিবীর কোনােকিছুকেই তুচ্ছতাচ্ছিল্য করা ঠিক নয়। প্রতিটি সৃষ্টিই কোনাে না কোনাে প্রয়ােজন মিটিয়ে চলেছে।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button