ভাবসম্প্রসারণ – বাংলা ২য়
কাটা বনের গােলাপই সত্যিকারের গােলাপ।
মূলভাব
সুখ লাভের পথে একটি বিষয় থাকে, তা হলাে দুঃখ। সুখ লাভ করতে হলে দুঃখকে বরণ করে নেওয়ার কোনাে বিকল্প নেই।
সম্প্রসারিত ভাব
পৃথিবীর যেকোনাে কাজেই কমবেশি ঝুঁকি রয়েছে। আর এটি মনে নিয়েই কাজ করতে হয়। এটি জগতের অমােঘ নিয়ম। কাজের ঝুঁকিকে ভয় পেয়ে কাজে অংশগ্রহণ না করার কোনাে অবকাশ নেই। কেউ যদি কাজের ঝুঁকিকে ভয় পেয়ে কাজে অংশগ্রহণ না করে তাহলে তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। আসলে সাধনা ব্যতিরেকে সিদ্ধি লাভ কখনই সম্ভব নয়। পথিক যদি দীর্ঘ পথের দিকে চেয়ে নিরাশ হয়ে বসে পড়ে, তাহলে তার পক্ষে সে পথ অতিক্রম করা কখনই সম্ভব হয় না। গােলাপের ডাল কাটায় পরিপূর্ণ থাকে। তাই ফুল নিতে গেলে কাঁটার আঘাতে হাত ক্ষতবিক্ষত ও রক্তাক্ত হওয়ার সম্ভাবনা থাকে। কাটার আঘাতে রক্তাক্ত হওয়ার ভয়ে পিছিয়ে গেলে সুন্দর ফুল প্রাপ্তির আনন্দলাভ করা করাে পক্ষে সম্ভব হবে না। এ পৃথিবীতে বিনা ক্লেশে বা বিনা বাধায় কোনাে সৎকার্য সম্পন্ন করা যায় না। কঠোর সাধনা আর অধ্যবসায় থাকলে কোনাে বাধাবিপত্তিই লক্ষ্যচ্যুত করতে পারে না। একবার না পারলে বারবার চেষ্টা করতে হবে।
বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের জীবনী পাঠ করলে দেখা যায়, তারা ছােটোবেলা থেকেই অশেষ দুঃখকষ্ট, যন্ত্রণা ও ব্যর্থতা বরণ করে সফলতার মুখ দেখেছেন এবং বিখ্যাত হয়েছেন। দুঃখের চেয়ে বড় পরশপাথর পৃথিবীতে আর নেই। জীবনে বড়াে হওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে দুঃখের সময় ধৈর্যধারণ করা বা দুঃখকে মেনে নেওয়া। চেষ্টা-চরিত্রের সাহায্যে অনেক অসাধ্য সাধন করা যায়। মুখ বুজে ধৈর্য ধরে কাজ করে গেলে একদিন সেই কাজের সুফল অবশ্যই লাভ করা যায়। কৃষ্ণচন্দ্রের উল্লিখিত পঙক্তিমালার ভাব-সম্প্রসারণের উপসংহারে এ কথা যথার্থই বলা যায় যে, কাঁটার আঘাত সহ্য করা ছাড়া যেমনি ফুল সংগ্রহ করা যায় না; তেমনই দুঃখভােগ ছাড়া সুখ লাভ করা যায় না।
মন্তব্য
জীবনে সাফল্য অর্জনে সকল বাধাবিপত্তি উপেক্ষা করে অগ্রসর হতে হবে। দুঃখকে সুখের ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
