টিউটোরিয়াল

কিভাবে Robi, Airtel, GP, Banglalink, Teletalk Mobile Number জানবেন। How to Know Your Own Mobile Number

Rate this post


আমরা অনেকেই নিজের মোবাইল নম্বরটি ভুলে যাই। আর এই ভুলে যাওয়ার প্রবণতা তাদেরই বেশি হয় যারা অনেকগুলো সিম ব্যবহার করে থাকেন। দীর্ঘদিন সিম ব্যবহার না করার ফলে অনেকসময় নাম্বারটি ভুলে যাই।  এই ভুলে যাওয়া অনেক সময় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, হটাৎ কোনো এক কারণে আপনাকে আমার ভুলে যাওয়া সিমে টাকা রিফিল করতে হচ্ছে। কি করে রিফিল করবেন নাম্বারটিতো ভুলে বসে আছেন। তবে মজার ব্যাপার হলো ভুলে যাওয়া নাম্বারটি কয়েকটি বাটন চেপেই আপনি জেনে নিতে পারেন তও আবার ফ্রি তে।  আসুন কি করে ভুলে যাওয়া নাম্বার ফ্রি তে জানবেন তা দেখে নেই।
BD Mobile Number Check SMS and USSD code
Robi (018) Dial *140*2*4#
Airtel (016) Dial *121*7*3#
GrameenPhone (017) Dial *2# or *111*8*
Banglalink (019) Dial *511#
Teletalk (015) Dial *551#

রবি (০১৮) ডায়াল *১৪০*২*৪#
এয়ারটেল (০১৬) ডায়াল *১২১*৭*৩#
গ্রামীনফোনে (০১৭) ডায়াল *২# অথবা *১১১*৮*
বাংলালিংক (০১৯) ডায়াল *৫১১#

টেলিটলক (০১৫) ডায়াল *৫৫১#

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

2 Comments

মন্তব্য করুন

Related Articles

Back to top button