ভালবাসার সময় তো নেই
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ভালবাসার সময় তো নেই
ব্যস্ত ভীষন কাজে,
হাত রেখো না বুকের গাড় ভাজে।
ঘামের জলে ভিজে সাবাড়
করাল রৌদ্দুরে,
কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে।
কাজের মাঝে দিন কেটে যায়
কাজের কোলাহল
তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল।
নদী আমার বয় না পাশে
স্রোতের দেখা নেই,
আটকে রাখে গেরস্থালির লেই।
তোমার দিকে ফিরবো কখন
বন্দী আমার চোখ
পাহারা দেয় খল সামাজিক নখ।
[post_ads]একনজরে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ:
জন্ম: ১৬ অক্টোবর ১৯৫৬ বরিশাল
মৃত্যু : ২১ জুন ১৯৯১ (বয়স ৩৪)
মৃত্যুর কারণ: আত্মহত্যা
পেশা: কবি ও সাহিত্যিক
শিক্ষা: ১৯৭৪ সালে এসএসসি, ১৯৭৬ সালে এইচএসসি, ১৯৮০ সালে সম্মানসহ বিএ এবং ১৯৮৩ সালে এমএ ডিগ্রি লাভ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
স্ত্রী: তসলিমা নাসরিন
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
