কম্পিউটার ও তথ্য প্রযুক্তিবিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

বিসিএস : কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সাধারণ জ্ঞান

5/5 - (1 vote)
কম্পিউটারে সংক্ষিপ্ত ইতিহাস MCQ এর জন্যে গুরুত্বপূর্ণ 

গ্রিক শব্দ Compute থেকে কম্পিউটার শব্ধটি উৎপন্ন হয়েছে। যার অর্থ গণনাকারী।
↪ কম্পিউটারে নিজিস্ব কোনো বুদ্ধি বিবেচনা না থাকলেও গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজ করার ক্ষমতা রয়েছে।
↪ পুনরাবৃত্তিমূলক কাজ করার জন্যে কম্পিউটারের উপযোগীতা সবচেয়ে বেশি।
➲ ১। কম্পিউটারের সংক্ষিপ্ত ইতিহাস:

প্রাক-প্রাথমিক পর্যায়

১৬১৪ – স্কটিশ গণিতবিদ জন নেপিয়ার লগারিদম উদ্ভাবন করেন।
১৬১৪ – প্রথম গণনাযন্ত্র Pascaline আবিষ্কৃত হয়। 
১৬৭১ – জার্মান গণিতবিদ লিবনিজ Stepped Reckoner নামক প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন।
১৮০১ – ফ্রান্সের জোসেপ মেরি জেকার্ড পাঞ্চকার্ড আবিষ্কার করেন।
১৮২২ – চার্লস ব্যাবেজ Difference Engine আবিষ্কার করেন।
১৮৩৩ – চার্লস ব্যাবেজ Analytical Engine নামক যান্ত্রিক কম্পিউটার তৈরির নকশা করেন।
১৮৩৭ – চার্লস ব্যাবেজ Analytical Engine আবিষ্কার করেন।

প্রাথমিক পর্যায়

১৯৩৯ – জন এটানাসফ ও ক্লিফোর্ড বেরী বাইনারি গাণিতিক প্রথম কম্পিউটার ABC আবিষ্কার করেন।
১৯৪৪ – হার্ডওয়্যার আইকন প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্র Mark 1 আবিষ্কার করেন।
১৯৪৫ – জন মাউসিল ও প্রেসপার একার্ট প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক কম্পিউটার এনিয়াকে আবিষ্কার করেন।
১৯৪৮ – আমেরিকার বেল ল্যাবরেটরিতে উইলিয়াম শকলে, জন বার্ডিন ও ওয়াল্টার ব্র্যাটেইন ট্রানজিস্টার আবিষ্কার করেন।
১৯৫১ – জন মাউসিল ও প্রেসপার একার্ট বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার UNIVAC আবিষ্কার করেন।

আধুনিক পর্যায় 

১৯৫৪ – প্রথম পোগ্রামিং ল্যাংগুয়েজে FORTRAN (Formulae Translation ) আবিষ্কৃত হয়।
১৯৫৬ – IMB কোম্পানি সর্বপ্রথম Hard Disk উদ্ভাবন করেন।
১৯৫৮ – জে এস কেলবি ও রবার্ট নয়েস কর্তৃক IC আবিষ্কৃত হয়।
১৯৬৩ – ডগলাস এঞ্জেলবার্ট মাউস আবিষ্কার করেন।
১৯৬৪ – সেইমুর ক্রে CDC ৬৬০০ নামক সুপার কম্পিউটার তৈরি করেন।
১৯৬৪ – বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে IBM ১৬২০ নামক প্রথম মেইনফ্রেম কম্পিউটার স্থাপিত হয়।
১৯৬৯ – সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়।
১৯৭০ – ক্লাউড কম্পিউটিং এর যাত্রা শুরু হয়।
১৯৭১ – Intel Corporation এর টেড হফ Intel ৪০০৪ (৪ বিটের) প্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন।
১৯৭১ – রে টমলিসন E – mail আবিষ্কার করেন।
১৯৭২ – E – mail এ প্রথম @ চিহ্নের ব্যবহার করা হয়।
১৯৭৩ – মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করেন। 
১৯৭৩ – ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়।
১৯৮১ – এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ তৈরি করে।
১৯৮৪ – বাংলাদেশে প্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্ৰযুক্তি বিভাগ চালু হয়। 


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Google News

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button