সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারাে নয় – ভাবসম্প্রসারণ
মূলভাব
নামের বন্ধুরা সুসময়ে প্রকৃত বন্ধুর ভান করে। কিন্তু বিপদের সময় তারা বন্ধুকে ছেড়ে চলে যায়।মুলত বিপদেই আসল বন্ধুকে চিনা যায়।
সম্প্রসারিত ভাব
মানুষ সামাজিক জীব। সমাজে সে একাকী বাস করতে পারে না। তাই নিজের প্রয়ােজনেই সে বন্ধু খোজে কিন্তু পৃথিবীতে প্রকৃত বন্ধু পাওয়া বেশ কঠিন। প্রকৃত বন্ধুরাই কেবল বিপদাপদে, সুখে-দুঃখে পাশে থাকে। বন্ধুর সুখে হাসে, দুঃখে ব্যথিত হয়। কিন্তু যারা প্রকৃত বন্ধু নয়, তারা সুসময়ে মানুষের পাশে এসে ভিড় করে এবং নিজেদের স্বার্থোদ্ধার করতে থাকে। তারা আসলে বন্ধু নয়, সুযােগসন্ধানী। বিপদ দেখলেই তারা দূরে সরে যায়। প্রশ্নোক্ত চরণ দুটিতে মানুষের সম্পদের প্রাচুর্যের সময়টাকে সুসময় এবং অভাবের সময়টাকে অসময় বলে চিহ্নিত করা হয়েছে। স্বার্থসিদ্ধির আশায় স্বার্থপর ও লােভী মানুষেরা মৌমাছির মতাে বন্ধু সেজে ধনবান ব্যক্তির চারপাশে ভিড় জমায় এবং সুযােগ বুঝে স্বার্থ হাসিলের চেষ্টা করে। তাই সচ্ছল ও সম্পদশালী মানুষের বন্ধুর অভাব হয় না।
কিন্তু সংকটকালে এদের আর খুঁজে পাওয়া যায় না। ফুল খেকে মধু আহরণ শেষে মৌমাছি যেমন উড়ে যায়, তেমনই স্বার্থ হাসিলের পর কৃত্রিম বন্ধুরাও দূরে সরে যায়। কিন্তু প্রকৃত বন্ধু কখনাে বিপদকালে বন্ধুকে ত্যাগ করে না, বরং বন্ধুর সাহায্যার্থে তার পাশে এসে দাঁড়ায়। সত্যিকার বন্ধুর সুসময় ও দুঃসময় বলে কোনাে নির্দিষ্ট সময় নেই। সে সুসময় ও দুঃসময় নির্বিশেষে বন্ধুর পাশে থাকে। প্রকৃত বন্ধু নির্বাচনে ভুল করলে জীবনে অনেক কষ্ট সইতে, হয়। তাই প্রকৃত বন্ধু নির্বাচনে সকলেরই যত্নবান হওয়া উচিত। আসলে প্রকৃত বন্ধু নির্বাচন করাটা সহজ নয়। কেননা অনেক সময় স্বাভাবিকভাবে কাউকে বন্ধু মনে হয়, কিন্তু আসলে সে বন্ধু নয় শত্রু। আবার কাউকে শত্রু মনে হয়, কিন্তু আসলে সে শত্রু নয় বন্ধু। তাই অনেক ভেবে-চিন্তে ও বিচার-বিশ্লেষণ করে বন্ধু নির্বাচন করা দরকার। প্রকৃত বন্ধু নির্বাচনে সফল হতে পারলে জীবন অনেকাংশে সার্থক ও সুন্দর হয়।
কিন্তু সংকটকালে এদের আর খুঁজে পাওয়া যায় না। ফুল খেকে মধু আহরণ শেষে মৌমাছি যেমন উড়ে যায়, তেমনই স্বার্থ হাসিলের পর কৃত্রিম বন্ধুরাও দূরে সরে যায়। কিন্তু প্রকৃত বন্ধু কখনাে বিপদকালে বন্ধুকে ত্যাগ করে না, বরং বন্ধুর সাহায্যার্থে তার পাশে এসে দাঁড়ায়। সত্যিকার বন্ধুর সুসময় ও দুঃসময় বলে কোনাে নির্দিষ্ট সময় নেই। সে সুসময় ও দুঃসময় নির্বিশেষে বন্ধুর পাশে থাকে। প্রকৃত বন্ধু নির্বাচনে ভুল করলে জীবনে অনেক কষ্ট সইতে, হয়। তাই প্রকৃত বন্ধু নির্বাচনে সকলেরই যত্নবান হওয়া উচিত। আসলে প্রকৃত বন্ধু নির্বাচন করাটা সহজ নয়। কেননা অনেক সময় স্বাভাবিকভাবে কাউকে বন্ধু মনে হয়, কিন্তু আসলে সে বন্ধু নয় শত্রু। আবার কাউকে শত্রু মনে হয়, কিন্তু আসলে সে শত্রু নয় বন্ধু। তাই অনেক ভেবে-চিন্তে ও বিচার-বিশ্লেষণ করে বন্ধু নির্বাচন করা দরকার। প্রকৃত বন্ধু নির্বাচনে সফল হতে পারলে জীবন অনেকাংশে সার্থক ও সুন্দর হয়।
মন্তব্য
সুযােগসন্ধানী বন্ধুকে যতটা এড়িয়ে চলা যায়, ততই মঙ্গল। কারন সুসময়ের বন্ধুরা বিপদে ফেলে চলে গেলেও প্রকৃত বন্ধু আমৃত্যু বন্ধুর পাশেই থাকে।