বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

৩৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১৫ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর

Rate this post
২০১৫ সালে অনুষ্ঠিত ৩৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি) প্রশ্নপত্র ও উত্তর। আশা করছি তোমাদের বিসিএস প্রস্তুতির জন্য এটি সহায়ক ভূমিকা রাখবে।
৩৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - ২০১৫ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর
৩৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট – ২০১৫ || সাধারণ জ্ঞান || প্রশ্ন পত্র ও উত্তর

৩৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্নপত্র ও সমাধান

১. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
ক) যমুনা নদীতে
খ) মেঘনার মোহনায়
গ) বঙ্গোপসাগরে
ঘ) সন্দ্বীপ চেনেল
উত্তরঃ বঙ্গোপসাগরে

২. বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?
ক) পঞ্চাশ দশক
খ) ষাট দশক
গ) সপ্তর দশক
ঘ) আশির দশক
উত্তরঃ আশির দশক

৩. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
ক) ১১০
খ) ১১৫
গ) ১১৭
ঘ) ১২০
উত্তরঃ ১১৭

৪. বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা —
ক) ২৫
খ) ২৬
গ) ২৭
ঘ) ৪১
উত্তরঃ ৪১

৫. ‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
ক) সেন্টমার্টিন
খ) রাঙ্গাবালি
গ) চর আলেকজান্ডার
ঘ) ছেড়াদ্বীপ
উত্তরঃ সেন্টমার্টিন

৬. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর দীক্ষাগুরু কে ছিলেন?
ক) অতীশ দিপঙ্কর
খ) শিলভদ্র
গ) মা হুয়ান
ঘ) মেগাস্থিনিস
উত্তরঃ শিলভদ্র

৭. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
ক) রাঙামাটি
খ) খাগড়াছড়ি
গ) বান্দরবান
ঘ) সিলেট
উত্তরঃ বান্দরবান

৮. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
ক) ৪৫০০
খ) ৪৫৫০
গ) ৫৬০০
ঘ) ৪৬০০
উত্তরঃ ৪৫৫০

৯. মহাস্থবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
ক) আনন্দ বিহার
খ) নালন্দা বিহার
গ) গোসিপো বিহার
ঘ) সোমপুর বিহার
উত্তরঃ নালন্দা বিহার

১০. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
ক) বারাং
খ) পাড়া
গ) পুঞ্জি
ঘ) মৌজা
উত্তরঃ পুঞ্জি

১১. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
ক) চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
খ) দ্বৈত শাসন ব্যবস্থা
গ) সতীদাহ নিবারণ ব্যবস্থা
ঘ) পুলিশ ব্যবস্থা
উত্তরঃ পুলিশ ব্যবস্থা

১২. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
ক) ওয়াসফিয়া নাজনীন
খ) মুসা ইব্রাহিম
গ) এম. এ. মুহিত
ঘ) নিশাত মজুমদার
উত্তরঃ নিশাত মজুমদার

১৩. পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?
ক) আব্দুল মতিন
খ) ধীরেন্দ্রনাথ দত্ত
গ) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত

১৪. বিখ্যাত চিত্রকর্ম ‘ তিন কন্যা’ এর চিত্রকর কে?
ক) জয়নুল আবেদিন
খ) কামরুল হাসান
গ) এস এম সুলতান
ঘ) রফিকুন্নবী
উত্তরঃ কামরুল হাসান

১৫. যশোর জেলায় অবস্থিত বিল —
ক) হাইল
খ) পাথরচাওলি
গ) ভবদহ
ঘ) আড়িয়াল
উত্তরঃ ভবদহ

১৬. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ৭ ম
খ) ৮ ম
গ) ৯ ম
ঘ) কোনটিই নয়
উত্তরঃ ৭ ম

১৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় সাক্ষরতার হার —
ক) ১৬.১%
খ) ৫৭.৯%
গ) ৫৬.৮%
ঘ) ৬৫.৫%
উত্তরঃ ৫৭.৯%

১৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) কর্নেল শফিউল্লাহ
গ) জেনারেল এম. এ. জি ওসমানী
ঘ) মেজর জিয়াউর রহমান
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৯. ‘ বর্ণালী’ এবং ‘শুভ্র’ কী?
ক) উন্নত জাতের ভুট্টা
খ) উন্নত জাতের আম
গ) উন্নত জাতের গম
ঘ) উন্নত জাতের চাল
উত্তরঃ উন্নত জাতের ভুট্টা

২০. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
ক) ৯১ বর্গ কিলোমিটার
খ) ৯ বর্গ কিলোমিটার
গ) ৭ বর্গ কিলোমিটার
ঘ) ৮ বর্গ কিলোমিটার
উত্তরঃ ৯ বর্গ কিলোমিটার

২১. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
ক) কামাল হোসেন
খ) এস. এ. করিম
গ) নুরুল ইসলাম
ঘ) আনিসুর রহমান
উত্তরঃ নুরুল ইসলাম

২২. জীবনঢুলী কি?
ক) একটি উপন্যাসের নাম
খ) একটি কাব্যগ্রন্থের নাম
গ) একটি আত্মজীবনীর নাম
ঘ) একটি চলচ্চিত্রের নাম
উত্তরঃ একটি চলচ্চিত্রের নাম

২৩. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
ক) সোহাগ গাজী
খ) রুবেল হোসেন
গ) তাইজুল ইসলাম
ঘ) তাসকিন আহমেদ
উত্তরঃ তাসকিন আহমেদ

২৪. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে হবে?
ক) ২০১৫-২০১৯
খ) ২০১৬-২০২০
গ) ২০১৭-২০২১
ঘ) ২০১৮-২০২২
উত্তরঃ ২০১৬-২০২০

২৫. দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক–
ক) রিচার্ড সেশন
খ) মার্কাস গ্রান্ডা
গ) গ্যারি জে ব্যাস
ঘ) পল ওয়ালেচ
উত্তরঃ গ্যারি জে ব্যাস

২৬. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিতি?
ক) কুষ্টিয়া গ্রেড
খ) চুয়াডাঙ্গা গ্রেড
গ) ঝিনাইদহ গ্রেড
ঘ) মেহেরপুর গ্রেড
উত্তরঃ কুষ্টিয়া গ্রেড

২৭. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?
ক) টাইম
খ) ইকোনোমিস্ট
গ) নিউজ উইক্‌স
ঘ) ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইক্‌লি
উত্তরঃ নিউজ উইক্‌স

২৮. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
ক) রাজাশাহী
খ) ঢাকা
গ) চট্টগ্রাম
ঘ) সিলেট
উত্তরঃ সিলেট

২৯. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ-এর উৎপাদিত সার-এর নাম কোনটি?
ক) ইউরিয়া এবং এএসপি
খ) ইউরিয়া
গ) টিএসপি এবং এএসপি
ঘ) ডিএপি
উত্তরঃ ইউরিয়া এবং এএসপি

৩০. ম্যানগ্রোভ কি?
ক) কেওড়া বন
খ) শালবন
গ) উপকূলীয় বন
ঘ) চিরহরিৎ বন
উত্তরঃ উপকূলীয় বন

৩১. নেপালের সর্বশেষ রাজা ছিলেন —-
ক) রাজা ধীরেন্দ্র
খ) রাজা জ্ঞানেন্দ্র
গ) রাজা বীরেন্দ্র
ঘ) রাজা মহেন্দ্র
উত্তরঃ রাজা জ্ঞানেন্দ্র

৩২. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল, —–
ক) জাতিপুঞ্জ সৃষ্টি করা
খ) অটোমানদের জায়গা দখল করা
গ) ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
ঘ) জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
উত্তরঃ ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন

৩৩. প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ——
ক) ইউকোসুক
খ) হাওয়াই
গ) গোয়াম
ঘ) সুবিক বে
উত্তরঃ ইউকোসুক

৩৪. ‘ ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
ক) নিকট প্রাচ্য
খ) পূর্ব আফ্রিকা
গ) দক্ষিণ-পূর্ব এশিয়া
ঘ) পূর্ব ইউরোপ
উত্তরঃ দক্ষিণ-পূর্ব এশিয়া

৩৫. ‘ গ্লাসনস্ত নীতি’ কোন দেশে চালু হয়েছিল?
ক) চীন
খ) সাবেক সোভিয়েত ইউনিয়ন
গ) হাঙ্গেরি
ঘ) পোল্যান্ড
উত্তরঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন

৩৬. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা —–
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ১
উত্তরঃ

৩৭. বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘শান্তি সংবিধান’ বলা হয়?
ক) জাপান
খ) পেরু
গ) কোস্টারিকা
ঘ) সুইজারল্যান্ড
উত্তরঃ জাপান

৩৮. ‘Global Terrorism Index’ ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র —-
ক) সিরিয়া
খ) সুদান
গ) ইরাক
ঘ) সোমালিয়া
উত্তরঃ ইরাক

৩৯. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
ক) ফিজি
খ) পাপুয়া নিউগিনি
গ) গোয়াম
ঘ) মালদ্বীপ
উত্তরঃ মালদ্বীপ

৪০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল —–
ক) কমিন্টার্ন
খ) কমিনফর্ম
গ) কমেকন
ঘ) কোনোটিই নয়
উত্তরঃ কমেকন

৪১. ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় —-
ক) রাশিয়া
খ) ব্রাজিল
গ) ভারত
ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ ভারত

৪২. ‘উইঘুর’ হলো —–
ক) চীনের একটি খাবাবের নাম
খ) চীনের একটি ধর্মীয় স্থানের নাম
গ) চীনের একটি শহরের নাম
ঘ) চীনের একটি সম্প্রদায়ের নাম
উত্তরঃ চীনের একটি সম্প্রদায়ের নাম

৪৩. ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে —-
ক) ২০০ নটিকেল মাইল
খ) ৩০০ নটিকেল মাইল
গ) ৩৫০ নটিকেল মাইল
ঘ) ৪৫০ নটিকেল মাইল
উত্তরঃ ৩৫০ নটিকেল মাইল

৪৪. ‘ মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা
ক) বাংলাদেশ-মায়ানমার
খ) মিয়ানমার-চীন
গ) বাংলাদেশ-ভারত
ঘ) ভারত-মায়ানমার
উত্তরঃ বাংলাদেশ-মায়ানমার

৪৫. কার্টাগেনা প্রটোকল হচ্ছে —-
ক) জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি
খ) জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি
গ) জাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রটোকল
ঘ) জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
উত্তরঃ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

৪৬. ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
ক) ৫
খ) ৪
গ) ৮
ঘ) ৭
উত্তরঃ

৪৭. ‘ The Art of War’ গ্রন্থের রচয়িতা —-
ক) ক্লজউইজ
খ) আলফ্রেড মাহান
গ) সুন জু
ঘ) কৌটিল্য
উত্তরঃ সুন জু

৪৮. বর্তমান বিশ্বে ‘ নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা—–
ক) জাপান
খ) ভারত
গ) আফগানিস্তান
ঘ) চীন
উত্তরঃ চীন

৪৯. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে —–
ক) ৪ অক্টোবর
খ) ২৩ অক্টোবর
গ) ২৯ জুন
ঘ) ১১ ফেব্রুয়ারি
উত্তরঃ ৪ অক্টোবর

৫০. ‘WIPO’ এর সদর দপ্তর—–
ক) ব্রাসেলস
খ) লন্ডন
গ) জেনেভা
ঘ) প্যারিস
উত্তরঃ জেনেভা

৫১. বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?
ক) মৌসুমী বায়ু ঋতুতে
খ) শীতকালে
গ) মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
ঘ) প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
উত্তরঃ প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে

৫২. পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
ক) বন্যা
খ) খরা
গ) ভূমিকম্প
ঘ) ঘূর্ণিঝড়
উত্তরঃ ভূমিকম্প

৫৩. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?
ক) আসাম
খ) মিজোরাম
গ) ত্রিপুরা
ঘ) নাগাল্যান্ড
উত্তরঃ নাগাল্যান্ড

৫৪. ‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
ক) সাতক্ষিরা, যশোহর, কুষ্টিয়া
খ) নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
গ) বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
ঘ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ
উত্তরঃ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ

৫৫. সঠিক উত্তর কোনটি? —-ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
ক) টীকাদান কর্মসূচি
খ) সচেতনতা
গ) পুষ্টিকর খাদ্য
ঘ) অর্থ
উত্তরঃ সচেতনতা

৫৬. কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
ক) ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
খ) বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
গ) পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
ঘ) আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
উত্তরঃ আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button