Uncategorized

২০২৩ সাল থেকে থাকছে না পিইসি ও জেএসসি পরীক্ষা

Daraz cupon Code
Rate this post

২০২৩ সাল থেকে  প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকবে না। এবং তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না বার্ষিক পরীক্ষা। নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণীতে শিক্ষার্থীদের বিভাজন করা হবে না, কারিগরি শিক্ষা প্রাধান্য পাবে। আজ সোমবার দুপুরে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মণি

২০২৩ সাল থেকে থাকছে না পিইসি ও জেএসসি পরীক্ষা

তিনি আরও বলেছেন,  শুধু দশম শ্রেণীর পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা হবে । উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এর ফলাফল হবে একাদশ ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে। পরিবর্তন হতে পারে এইচএসসির নাম-গ্রেডিং পদ্ধতিও।

দেড় বছর বন্ধ রাখার পর গতকাল রবিবার খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে, ইংরেজি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও তা মানতে হবে। 

অনলাইন নিউজ ডেস্ক

সূত্রঃ বাসস


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

মন্তব্য করুন

Back to top button