আমি চাই মহত্ত্বের মহৎ পরাণ
মুকুতা মাণিক্য নিধি
আমারে দিওনা বিধি।
চাহিনে এ জগতের রাজত্ব সম্মান।
বাঞ্ছিত পরাণ পেলে
মেখে নেব মনুষ্যত্ব-শ্রেষ্ঠ উপাদান
প্রাণের সাধক আমি, সাধনীয় প্রাণ।
মুকুতা মাণিক্য নিধি
আমারে দিওনা বিধি।
চাহিনে এ জগতের রাজত্ব সম্মান।
বাঞ্ছিত পরাণ পেলে
মেখে নেব মনুষ্যত্ব-শ্রেষ্ঠ উপাদান
প্রাণের সাধক আমি, সাধনীয় প্রাণ।
সারমর্ম : ঐশ্বর্যময় জাগতিক সম্মানবহুল রাজত্ব কারও কাম্য নয়। সহজ-সরল ও মহৎ হৃদয়ের অধিকারী হওয়াই সবার কাম্য। মনুষ্যত্বের বাঁধনে বেঁধে মহৎ প্রাণের অধিকারী হওয়াতেই মানবজীবনের প্রকৃত সার্থকতা।