স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে,
সুখের আলো জ্বালে বুকে, দুঃখের ছায়া নাশে।
স্বাধীনতা সোনার কাঠি, খোদার সুধা দান,
স্পর্শে তাহার নেচে উঠে শূন্য দেহে প্রাণ।
মনুষ্যত্বের বান ডেকে যায় যাহার হৃদয় তলে,
বুক ফুলায়ে দাঁড়ায় ভীরু স্বাধীনতার বলে।
দর্পভরে পদাহত উচ্চ করে শির,
শক্তিহীনেও স্বাধীনতা আখ্যাদানে বীর।
সারমর্মঃ সব মানুষই স্বাধীনতা চায়, কেউই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে চায় না। পরাধীন মানুষ ইচ্ছা ও সামর্থ্য থাকলেও সবকিছু করতে পারে না। স্বাধীনতার স্পর্শে দুঃখের অমানিশা কেটে যায়, তনুমন আনন্দে নেচে ওঠে, মনুষ্যত্বের বিকাশ ঘটে। ভীরু – কাপুরুষেরাও মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।