সারমর্ম

সারমর্মঃ সিন্ধু তীরে খেলে শিশু বালি নিয়ে খেলা/রচি গৃহ হাসি মুখে ফিরে সন্ধ্যা বেলা।

Daraz cupon Code
সিন্ধু তীরে খেলে শিশু বালি নিয়ে খেলা,
রচি গৃহ হাসি মুখে ফিরে সন্ধ্যা বেলা।
জননীর অঙ্কোপরে, প্রাতে ফিরি আসি,
হেরে তার গৃহখানি কোথা গেছে ভাসি। 
আবার গড়িতে বসে- সেই তার খেলা, 
ভাঙ্গা আর গড়া নিয়ে কাটে তার বেলা।
এই যে খেলা হয়, এর আছে কিছু মানে?
যে জন খেলায় খেলা- সেই বুঝি জানে।
সারমর্ম : পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী। এখানে ভাঙাগড়ার খেলা প্রতিনিয়ত চলছে। তবুও মানুষ আশায় বুক বাধে। এভাবেই আবার গড়ে আবার ভাঙে। এ ভাঙাগড়ার খেলা কেন মানুষকে দিয়ে খেলাচ্ছেন বা কি ই তার উদ্দেশ্য তা কেবল বিধাতাই জানেন।

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button