বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিধবা বিবাহ প্রবর্তন

Rate this post
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিধবা বিবাহ প্রবর্তন
ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত
প্রশ্নঃ বাংলা গদ্য রচনার পথ প্রদর্শক কে ছিলেন ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

 প্রশ্নঃকার প্রচেষ্টায় হিন্দু সমাজে বিধবা-বিবাহ বৈধ বলে আইন পাস হয় ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ।

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে ,কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তরঃ ২৬ সেপ্টেম্বর ১৮২০ ;মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ।

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাসের জন্য ভারতের ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন কবে ?
উত্তরঃ ৪ অক্টোবর ১৮৫৫ ।

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কবে হিন্দু বিধবা-বিবাহ আইন পাস হয় ?
উত্তরঃ ২৬ জুলাই ১৮৫৬।

প্রশ্নঃ হিন্দু বিধবা-বিবাহ আইন অনুসারে প্রথম বিবাহ করেন কে ?
উত্তরঃ অধ্যাপক শীশচন্দ্র বিদ্যারত্ন ( ডিসেম্বর ১৮৫৬ )।

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র  বিদ্যাসাগরের পুত্র নারায়ণচন্দ্র কবে হিন্দু বিধবাকে বিবাহ করেন ?
উত্তরঃ ১৮৭০ সালে ।

প্রশ্নঃ কবে, কোন কলেজ থেকে ঈশ্বরচন্দ্র ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন ?
উত্তরঃ ১৮৩৯ সালে ;কলকাতা সরকারি সংস্কৃত কলেজ ( মাত্র ঊনিশ বছর বয়সে )।

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র কেন ‘বিদ্যাসাগর’ উপাধি পান ?
উত্তরঃ একাদিক্রমে ১২ বছর অধ্যয়ন এবং ব্যাকরণ, কাব্য, অলঙ্কার,বেদান্ত, স্মৃতি, ন্যায় ও জ্যোতিষশাস্ত্রসহ সব বিষয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ।

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের হেড-পণ্ডিত ছিলেন ?
উত্তরঃ ফোর্ট উইলিয়াম কলেজ ( ১৮৪১ সালে নিযুক্ত হন )।

প্রশ্নঃ  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন কবে ?
উত্তরঃ ১৮৫১ সালে ।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button