
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আবেদনপত্র খুবই কমন একটি বিষয়। তাই আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগলাভের জন্য একটি আবেদনপত্রের নমুনা দেওয়া হল।
আবেদনপত্র
০৮-০৫-২০২১
বরাবর
মহাপরিচালক
প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর
মিরপুর, ঢাকা
বিষয় : সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখের ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানের অধীনে প্রাথমিক বিদ্যালয়ে কিছুসংখ্যক সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিম্নে আমার জীবন- বৃত্তান্তসহ প্রয়োজনীয় তথ্য পেশ করছি।
১। পদের নামঃ সহকারী শিক্ষক
২। প্রার্থীর নামঃ হাবীবুর রহমান
৩। পিতার নামঃ আবুল কাশেম
৪ । মাতার নামঃ হামিদা আক্তার
৫। স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ ভদ্রপাড়া, ডাকঘরঃ বাংলা, উপজেলাঃ নেত্রকোনা, জেলাঃ নেত্রকোনা
৬। বর্তমান ঠিকানাঃ ১১, প্রফেসর পাড়া, নেত্রকোনা
৭। জন্ম তারিখঃ ১২ মার্চ, ১৯৯৪
৮। ধর্মঃ ইসলাম (সুন্নি)
৯। জাতীয়তাঃ বাংলাদেশি
১০। ফোন নম্বরঃ ০১৮১………
১১। শিক্ষাগত যোগ্যতা –
পরীক্ষার নাম | শিক্ষা প্রতিষ্ঠানের নাম | বোর্ড/ বিশ্ববিদ্যালয় | পাসের সাল | প্রাপ্ত গ্রেড |
এসএসসি (বাণিজ্য) | কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয় | ঢাকা | ২০০৯ | A |
এইচএসসি | নেত্রকোনা সরকারি কলেজ | ঢাকা | ২০১১ | A |
স্নাতক | নেত্রকোনা সরকারি কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০১৫ | A |
১২। জাতীয় পরিচয়পত্র নম্বরঃ …………………
১৩। ব্যাংক পে-অর্ডার নম্বরঃ ১৩১৫৭ (সোনালি ব্যাংক, টেরি বাজার শাখা, নেত্রকোনা, ০৪-০৩-২০২১)
অতএব, উল্লেখিত তথ্যাদির আলোকে আমাকে সহকারি শিক্ষক পদে নিয়োগলাভের সুযোগদানের জন্য আপনার মর্জি কামনা করছি।
নিবেদক
হাবিবুর রহমান
সংযুক্তি
১. শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত অনুলিপি
২. সদ্য তোলা সত্যায়িত ৩ কপি ছবি
৩. চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি
৪. ব্যাংক পে-অর্ডার