পত্র লিখন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুর কাছে পত্র

4.5/5 - (12 votes)

পত্র লিখনঃ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো।

পত্র লিখন

শাহবাগ, ঢাকা
১৭.০৭.২০২০

প্রিয় নূপুর
আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিও। গত সপ্তাহে পাওয়া তোমার চিঠি পেয়ে জানতে পারলাম তুমি ভালো আছো। আর আমিও আল্লাহ্‌র রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ্‌। আজ আমি আমার জীবনের প্রথম দেখা একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা না বলে পারছি না। গত ১২ তারিখে আমি টঙ্গী থেকে শাহবাগে আসার উদ্দেশে রওনা হয়েছিলাম। কিন্তু আমার সাথে থাকা শাকিল তার এক আত্মীয়ের সাথে দেখা করার জন্য বিমানবন্দরে বাস থেকে নামে। আমরা যখন সামনের দিকে এগুচ্ছিলাম সেই মুহূর্তেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা । একজন মোটরসাইকেল আরোহী তার বাইককে ডানে মোড় ঘোরাতে চাইলে পেছন থেকে একটি ট্রাক এসে ফেলে দেয় এবং তাকে মাড়িয়ে চলে যায় ।

কলেজে নবীনবরণ উদযাপনের বিবরণ জানিয়ে বন্ধুকে পত্র

মুহূর্তেই লোকটার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তের বন্যায় ভেসে যায় পুরো রাস্তাটি। আমরা প্রথমে এ দৃশ্যটিকে বিশ্বাস করতে পারিনি। আসলে এরকম একটি দৃশ্য যে কত মর্মান্তিক হতে পারে তা আমি বলে বোঝাতে পারব না। মুহূর্তেই রাস্তায় মানুষে পূর্ণ হয়ে যায়। সেখানে ট্রাফিক ছিল ফলে ট্রাকটিকে আটক করা হয়। কিন্তু এত লোকের ভিড়ে চালক পালিয়ে গেছে। থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে মৃতদেহ হাসপাতালে প্রেরণ করল। আর আমরা দুঃখভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরলাম। কিন্তু কোনোক্রমেই এ ঘটনাটিকে চোখের আড়াল করতে পারছি না। আর তোমার প্রতিও অনুরোধ রইল, রাস্তায় চলার সময় অবশ্যই সাবধানতার সাথে চলবে। মনে রাখবে জীবনের মূল্য সময়ের চাইতে অনেক বেশি। আর কী লিখব। কলম থেমে যাচ্ছে। ভালো থেকো।

তোমারই বান্ধবী
শাবনুর

Health Desk

সিনিয়র স্টাফ। স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও হেলথ টিপস নিয়ে নিয়মিত লিখছি। স্বাস্থ্যই সকল সুখের মূল।

Related Articles

Back to top button