
দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস গড়িয়ে আসে পহেলা বৈশাখ। চৈত্র অবসানে বর্ষ হয় শেষ। আসে নতুন বছর নববর্ষ। পৃথিবীর সর্বত্রই নববর্ষ একটি ‘ট্রাডিশন’ বা প্রচলিত সংস্কৃতিধারা। আদিকাল থেকেই যে কোনাে বছরের প্রথম দিনটি ‘নববর্ষ’ নামে পরিচিত হয়ে আসছে। পুরাতন বছরের জীর্ণ ক্লান্ত রাত্রি’-র অন্তিম প্রহর সমাপ্ত হয়। তিমির রাত্রি ভেদ করে পূর্বদিগন্তে উদিত হয় নতুন দিনের জ্যোতির্ময় সূর্য।
ছোট থেকে বড় সকলেই হোয়াটস্যাপ ও ফেসবুকে একে অন্যকে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠানোতে ব্যস্ত হয়ে ওঠে। তাই এই শুভ দিনের উপলক্ষে আমরা আপনাদের জন্য শুভ নববর্ষ ১৪৩০ এর সেরা শুভ নববর্ষ ছবি ও নববর্ষের শুভেচ্ছা বাণী নিয়ে হাজির হয়েছি।
শুভ নববর্ষ ১৪৩০ শুভেচ্ছা ছবি

আজকে এই শুভ দিনে
কত খুশি কত সাজ।
আজকে এই শুভ দিনে
ভুলে যাও সব কাজ।
🎉শুভ নববর্ষ🎉
বিদায় রাগিনী বাজিয়ে গেল
জীর্ণ পুরানো বর্ষ।
নববর্ষ আনবে সকল রকম হর্ষ।
🎉শুভ নববর্ষ🎉

তোমার সব দুশ্চিন্তা
দূর করে মনে আনো হর্ষ..
নতুন আলোয়, নতুন আশায়
তোমাকে জানাই
🎉শুভ নববর্ষ🎉
সব খারাপ স্মৃতিকে
পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু করো
নতুন আশা আর প্রতিজ্ঞা দিয়ে,
🎉শুভ নববর্ষ🎉

এই নতুন বছর তোমার জীবনে
নিয়ে আসুক অনেক অনেক
নতুন সারপ্রাইজ,
যাতে তোমার জীবন ভরে
উঠুক সুখে ও আনন্দে…
🎉শুভ নববর্ষ🎉

আমি তোমার বাড়িতে আসছি
তোমায় সবরকম খুশী দিতে,
আমায় স্বাগত জানিও…
আমি তোমাদের সবার প্রিয় ১৪৩০

পানতা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ…
নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো
— শুভ নববর্ষ —

নতুন বছরে প্রান সঞ্চারী বাতাসে প্রতিভা প্রকাশ হোক প্রতিটি স্বত্বার… শুভ নববর্ষ ১৪৩০

****শুভ নববর্ষ****

মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত………….
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত !!!!!
************শুভ নববর্ষ**************



পানতা ইলিশ আর ভরতা
বাঙ্গালীর প্রাণ…
নতুন বছর সবাই গাইবো
বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো…


মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।



খুব কামাই হবে