
পত্র লিখনঃ মাদকাসক্তির কুফল জানিয়ে তোমার ছোট ভাইকে একটি পত্র
পত্র লিখন
বেরীকান্দি, সুনামগঞ্জ
১৭.০৫.২০২১
স্নেহের নোমান,
পত্রের শুরুতেই আমার পক্ষ থেকে আদর আর স্নেহাশিস গ্রহণ করিও। দীর্ঘদিন ধরে তোমার কোনো পত্র হাতে পাইনি। তারপরেও আশা করি হয়তো ভালোই আছো ৷ কিন্তু গত কয়েক দিন আগে আম্মুর চিঠি পড়ে যা জানতে পারলাম তা বড়োই আশঙ্কার কথা। তোমার মেসের দুইজন রুমমেট নাকি মাদকাসক্তিতে জড়িয়ে পড়েছে। এই খবরটি পাওয়ার পর থেকে দারুণ দুশ্চিন্তায় ভুগছি। মনে রেখো, পড়াশোনার ব্যাপারে তোমার কঠোর মনোযোগী হতে হবে। এসব মাদকাসক্ত বন্ধুদের থেকে তোমার এখনই দূরে থাকা উচিত। কারণ মাদকাসক্ত ব্যক্তি নিজে যে শুধু ধ্বংস হয় তা নয়, বরং এরা সমাজের ক্যান্সারস্বরূপ। যে জায়গায় থাকবে এরা আশপাশের পরিবেশকেও দূষিত করে। তাছাড়া এটি একটি জীবনবিধ্বংসী মারাত্মক অভ্যাস। মাদকাসক্তির এ ভয়ানক নেশা তাকে পড়াশোনা থেকে বিরত রেখে নানা রকম অনৈতিক, অসামাজিক কার্যকলাপে লিপ্ত করে।
[box type=”note” align=”” class=”” width=””]আরও পড়ুনঃ মাদকাসক্তি: কারণ ও প্রতিকার রচনা | এসএসসি এইচএসসি[/box]
জীবনের মূল্যবোধের অবক্ষয়ের ফলে কল্যাণের কোনো চিন্তা তার মাথায় থাকে না। তাছাড়া মাদকাসক্ত ব্যক্তি যে শুধু সমাজের জন্য ক্ষতিকর তা নয়, বরং মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে। মাদক শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং স্নায়বিক দুর্বলতা বাড়িয়ে দেয়। শরীরের কোষগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায় । যথার্থ ঘুম হয় না, খিদে পায় না, ফলে এমনিতেই মানসিকতা বিকৃত হয়ে যায়। ফলে এরা দিন দিন দেশের জন্য হুমকিস্বরূপ এবং বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তাই তুমি অবশ্যই বন্ধু নির্বাচনে সতর্ক থাকবে। কারণ কথায় বলা হয়, মানুষ তার বন্ধুর কর্ম দ্বারা প্রভাবিত। তা তুমি যদি তাদের সাথে থাকো তবে যেকোনোভাবে এই মরণ নেশা তোমাকে স্পর্শ করতে পারে। তাই পত্র হাতে পাওয়ার পরপরই তুমি তোমার মেস পরিবর্তন করে ফেলবে। একটু ভালে ভাবে দেখেশুনে ভালো মেসে উঠে মনোযোগ দিয়ে লেখাপড়া করো। বাজে আড্ডায় সময় দিও না। সবসময় মনে রাখবে তোমার জীবনের উন্নয়ন ও মর্যাদা রক্ষার দায়িত্ব সম্পূর্ণরূপে তোমার নিজের। আজ আর নয়। ভালো থেকো ।
তোমারই বড় ভাইয়া
সাহেদ