পথের প্রান্তে আমার তীর্থ নয়,
পথের দুধারে আছে মাের দেবালয়
জীবনে মােক্ষলাভের জন্য মানুষ বিভিন্ন তীর্থধামে ছুটে বেড়ায়। কিন্তু একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে মনুষ্য সমাজেই বা মানুষের মাঝেই সে তীর্থধাম বিদ্যমান। প্রত্যেক ধর্ম, গােত্র, বর্ণ সম্প্রদায়ের মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। জীবনকে সেই দিকে নিয়ে যাওয়ার জন্য তারা সেই মতাে কাজ করেন। প্রত্যেক ধর্মের সাধারণ মানুষের লক্ষ্য থাকে মৃত্যুর পরে তার আত্মা যেন কষ্ট না পায়, এজন্য ইহজগতে তারা পুণ্য কাজ করতে আগ্রহী হন। এসবের জন্য পুণ্য সঞ্চয়ের উদ্দেশে হিন্দুরা যায় তীর্থ করতে, মুসলমানেরা যায় হজ করতে। কিন্তু একটু গভীরভাবে বিচার করলে দেখা যাবে, পুণ্য সঞ্চয়ের জন্য লাখ টাকা খরচ করে বিদেশে যাওয়ার প্রয়ােজন নেই। নিজ পরিবেশ, নিজ সমাজ, নিজ দেশে থেকেই পুণ্যের কাজ করা সম্ভব। যে টাকা ব্যয় করে তীর্থ করতে যাব সে টাকা দিয়ে সৎ কাজ করলে এবং সে কাজের মাধ্যমে যদি জাতি, সমাজ ও দেশ উপকৃত হয়, তবে এর চেয়ে পুণ্য আর কিছু নেই। এর জন্য প্রয়ােজন আমাদের মনের সংস্কার, প্রয়ােজন আমাদের সৎ মনােবৃত্তি। এজন্য কবি শেখ ফজলুল করিম বলেছেন
কোথায় স্বর্গ, কোথায় নরক কে বলে তা বহুদূর?মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।
স্বর্গ লাভের আশায় সৎকাজ করার জন্য আমাদের দূরে যাওয়ার প্রয়ােজন নেই। সমাজের মধ্যে থেকে ও সকাজ করে পুণ্য সঞ্চয় করা যায়। পথের দুধারে যে অসহায় নিরন্ন, আর্তপীড়িত মানুষ তার দিকে না তাকিয়ে শুধু তীর্থে তীর্থে ঘুরে কোনাে লাভ নেই। তীর্থবাদ দিয়ে যিনি এ দিকে তাকাবেন সেটিই তার তীর্থে পরিণত হবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।