
এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য আবেদনপত্র খুবই কমন একটি বিষয়। তাই আজকে বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে একটি আবেদন পত্রের নমুনা দেওয়া হল। স্কুল ও কলেজ পড়ুয়া উভয় শিক্ষার্থীরা চাইলে আবেদনপত্রটি দেখতে পারো।
আবেদনপত্র
বরাবর
অধ্যক্ষ / প্রধান শিক্ষক
বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ (তোমার স্কুল বা কলেজের নাম)
ধর্মপাশা, সুনামগঞ্জ
বিষয় : বিনা বেতনে পড়ার অনুমতি প্রদানের জন্য আবেদন ।
জনাব
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি আপনার কলেজের/স্কুলের দ্বাদশ (তুমি যে শ্রেণিতে পড় তা লিখবে) শ্রেণির বিজ্ঞান শাখার একজন নিয়মিত ছাত্র। গত বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অর্জন করে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমাদের আট সদস্যের পরিবারে পিতাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর সামান্য আয়ে কোনোরকমে আমাদের পরিবার চলে মাত্র। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে তাঁর কর্মক্ষমতাও হ্রাস পাচ্ছে। ফলে আমাদের চার ভাই-বোনের লেখাপড়ার সম্পূর্ণ খরচ বহন তাঁর পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় আপনার সদয় সহানুভূতি না পেলে আমার লেখাপড়া চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে।
অতএব, মহোদয়ের কাছে বিনীত আরজ যে, আমাকে বিনা বেতনে পড়ার অনুমতি দানে আপনার মর্জি হয়।
নিবেদক
আপনার বাধ্যগত ছাত্র
জাহাঙ্গীর আলম
দ্বাদশ শ্রেণি, রোল-১
নোটঃ এখানে দ্বাদশ শ্রেণীর বদলে তোমারা যে শ্রেণিতে পড় তা লিখবে।