আগামীতে সব স্কুলে শিক্ষার্থীদের জন্য টিফিন সরবরাহ করা হবে। রোববার (২৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ড. জাকির হোসেন এ মন্তব্য করেন। প্রাথমিক শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, হাসিনা সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে যা করেছে তা আগের কোনো সরকার করতে পারেনি।
তিনি বলেন, সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে এবং ভবিষ্যতে সব বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিন দেওয়ার উদ্যোগ নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে জেলার ৬৫টি নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। এছাড়াও ১৬ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৫৩ টাকা ব্যয়ে আরও ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।