ইসলাম ও জীবনদোয়াযিকির

বিত্‌রের সালাত থেকে সালাম ফিরানোর পরের যিকির

Rate this post

বিত্‌রের সালাত থেকে সালাম ফিরানোর  পরে এই দোয়া পড়বে – 

سُبْحَانَ المَلِكِ القُدُّوسِ
উচ্চারণঃ সুবহা-নাল মালিকিল ক্বুদ্দূস
অর্থঃ কতই না পবিত্র-মহান সেই মহাপবিত্র বাদশাহ!

হাদীসটি বায়হাকী তাঁর ‘আস-সুনানুল কবরা’ গ্রন্থে সংকলন করেছেন এবং তার সনদ বিশুদ্ধ বলেছেন, ২/২১১। আর শাইখ আলবানী ইরওয়াউল গালীল এর ২/১৭০ এ বলেন, এর সনদ বিশুদ্ধ। আর তা উমর রা. থেকে মওকূফ হাদীসে বর্ণিত।

এইভাবে তিনবার বলবে । তৃতীয়বারে উচ্চস্বরে টেনে টেনে পড়বে – 

[رَبِّ الْمَلاَئِكَةِ وَالرُّوحِ]
উচ্চারণঃ রাব্বিল মালা-ইকাতি ওয়ার-রূহ
অর্থঃ যিনি ফিরিশতা ও রূহ এর রব।

নাসাঈ, ৩/২৪৪, নং ১৭৩৪; দারা কুতনী, ২/৩১ ও অন্যান্যগণ। আর দুই ব্রাকেটের মাঝখানের অংশ দারা কুতনীতে ২/৩১, নং ২ বেশি বর্ণিত। যার সনদ বিশুদ্ধ। আরও দেখুন, শু‘আইব আল-আরনাঊত ও আবদুল কাদের আল-আরনাঊত এর ‘যাদুল মা‘আদ’ গ্রন্থের সম্পাদনা ১/৩৩৭।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button