পত্র লিখন

বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র

Daraz cupon Code

পত্র লিখনঃ বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো।

পত্র লিখন

প্রফেসর পাড়া, নরসিংদী
১৮.০৬.২০২২

প্ৰিয় কেমি,

পত্রের শুরুতেই গ্রহণ করিও একরাশ সদ্য ফোটা শিউলি ফুলের শুভেচ্ছা। আশা করি তোমার হোস্টেলের বান্ধবীদের নিয়ে ভালোই আছো। তোমাদের কলেজের মতো গত কয়েক দিন আগে আমাদের কলেজেও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে, তোমাদের কলেজের চেয়ে আমাদের মেলাটি আরো অনেক মজার ও আকর্ষণীয় হয়েছিল। তাই আজ না লিখে পারছি না।

গত ১৫ তারিখ রোববার আমাদের নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গণে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছিল। মেলা উপলক্ষে পুরো কলেজ ক্যাম্পাস অপরূপ সজ্জায় সজ্জিত হয়েছিল। পুরো ক্যাম্পাসটি হয়ে উঠেছিল যেন নয়নাভিরাম দৃশ্যের এক লীলাভূমি। কলেজের খেলার মাঠসহ প্রায় প্রতিটি কক্ষই প্রদর্শনীর জন্য ব্যবহৃত হয়েছিল। সকাল ৮.৩০ ঘটিকায় বিশিষ্ট বিজ্ঞানী ড. মুস্তাক আহমেদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। তিনি আমাদের সবাইকে বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার কথা বললেন। তাছাড়া এই মেলায় নেত্রকোনা জেলা শহরের প্রায় গুরুত্বপূর্ণ সব ক’টি প্রতিষ্ঠানই অংশগ্রহণ করেছে। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই তাদের নিজস্ব কিছু উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শন করেছে, যেগুলো দেখলে মনে হয় যেন তারা এক একজন খুদে বিজ্ঞানী।

আমরাও বৈদ্যুতিক সংযোগবিহীন গ্রামীণ ফ্রিজাজের প্রজেক্টের প্রদর্শন করেছিলাম এবং আমরাই সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছি। বিকাল ৪টায় শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সম্মানিত জেলা প্রশাসক সাহেব প্রতিযোগীদের উদ্ভাবনের উপস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন এবং চমৎকৃত হলেন। তাঁর হাত থেকে পুরস্কার গ্রহণের সময় নিজেকে খুবই আনন্দিত মনে হয়েছিল। মোটকথা এই দিনটি আমার জীবনে উজ্জ্বল দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আজ আর নয়। সময় পেলে আমার এখানে বেড়াতে এসো।


তোমারই কাছের
জেরিন শাপলা

মন্তব্য করুন

Back to top button